ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে ১৮ মে ২০২৫ তারিখ ১২৩০ হতে ১৩৪০ ঘটিকা পর্যন্ত ঘটিকায় একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত টাস্কফোর্সে মেজর মো: ফারজিন ফাহিম, উপ অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), জনাব মোঃ শওকত মেহেদী সেতু, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শার্শা উপজেলা এবং এসআই মামুন, বেনাপোল পোর্ট থানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
যার আনুমানিক সিজার মূল্য ২১,৭২,৫০০/-(একুশ লক্ষ্ বাহাত্তর হাজার পাঁচশত) টাকা।
বিজিবি অধিনায়ক জানান, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। চোরাচালান এ দেশের অগ্রগতি পথে এক বিরাট বাধাঁ সরূপ। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করাই বিজিবি’র মূল উদ্দেশ্য। একই সাথে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করণে দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন। ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরণের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করেন।
টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমস এ জমা করা হযেছে।