নিজস্ব প্রতিবেদকঃ অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সাজাপ্রাপ্ত আসামী আরিফ (৩২) ঢাকার ধামরাই হতে র্যাব কর্তৃক গ্রেফতার।
গতকাল ১৬/০৫/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:৪৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৪ এর সহযোগীতায় ঢাকা জেলার ধামরাই থানাধীন ইসলামপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আরপিএমপি, রংপুরের মাহিগঞ্জ থানার মামলা নং- ০৪, তারিখ- ০৫/১১/২০১৯ খ্রি., ধারা- ৪০৭ পেনাল কোড, ১৮৬০ এর সাজাপ্রাপ্ত আসামী মোঃ আরিফ হোসেন (৩২), পিতা- মো: মোশারফ হোসেন, সাং- পুরান বাউশিয়া, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।