ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে দাঁড়াল এনসিপি। ময়মনসিংহে ডিভোর্সি স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ না হলে বাংলাদেশকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে -সাবেক এমপি ডা. তাহের অবৈধ দখলমুক্ত হলো মসজিদের জমি, প্রশাসনের কঠোর অভিযানে উচ্ছেদ কুড়িগ্রামের উলিপুরে মোটরবাইক ও ইজিবাইক সংঘর্ষে নিহত -১ গফরগাঁও ব্রহ্মপুত্র নদে খেয়ানৌকা ডুবে ৩ শিক্ষার্থী নিখোঁজ, ১জনের লাশ উদ্ধার  গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজস্থলীতে সিএনজি-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ২ মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে সংবাদ সম্মেলন যেনতেন একটা নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের উপরে আবার জুলুমতন্ত্র চালু হবে সেটা হতে দেয়া হবে না : অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল 

বাকৃবিতে শিক্ষকদের পরীক্ষাসংক্রান্ত পারিশ্রমিক বিলের ডিজিটাল অটোমেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

বাকৃবিতে শিক্ষকদের পরীক্ষাসংক্রান্ত পারিশ্রমিক বিলের ডিজিটাল অটোমেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

 


বাকৃবি প্রতিনিধি : 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের পরীক্ষাসংক্রান্ত পারিশ্রমিক বিল প্রক্রিয়ার স্বয়ংক্রিয়করণ (অটোমেশন) ও অনলাইন অ্যাপোস্টিল সার্টিফিকেশন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালাটি বৃহস্পতিবার (১৫ মে) বিকালে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

‘অটোমেশন ফর এগ্‌জামিনেশন রিমিউনারেশন বিল অ্যান্ড অনলাইন অ্যাপোস্টিল সার্টিফিকেশন’ শীর্ষক ওই কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার এবং সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ।

কর্মশালায় আরও, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও দপ্তরের মোট ৭০ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কর্মশালায় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন এবং শিক্ষকদের রেমুনারেশন বিল অটোমেশনের সফটওয়্যার বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন।  

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এই অটোমেশন উদ্যোগকে শিক্ষক সমাজের জন্য একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষকরা দ্রুত ও স্বচ্ছভাবে তাঁদের প্রাপ্য বিল বুঝে পাবেন, যা প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি করবে।

এছাড়া তিনি এই প্রকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেকশনের সমন্বিত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান, বিশেষ করে আইসিটি সেলকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটকে আরও তথ্যবহুল, ইউজার-ফ্রেন্ডলি ও ডাইনামিক করার লক্ষ্যে প্রয়োজনীয় অর্থায়নের প্রতিশ্রুতিও দেন।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে দাঁড়াল এনসিপি।

বাকৃবিতে শিক্ষকদের পরীক্ষাসংক্রান্ত পারিশ্রমিক বিলের ডিজিটাল অটোমেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

আপডেট সময় ০২:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

 


বাকৃবি প্রতিনিধি : 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের পরীক্ষাসংক্রান্ত পারিশ্রমিক বিল প্রক্রিয়ার স্বয়ংক্রিয়করণ (অটোমেশন) ও অনলাইন অ্যাপোস্টিল সার্টিফিকেশন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালাটি বৃহস্পতিবার (১৫ মে) বিকালে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

‘অটোমেশন ফর এগ্‌জামিনেশন রিমিউনারেশন বিল অ্যান্ড অনলাইন অ্যাপোস্টিল সার্টিফিকেশন’ শীর্ষক ওই কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার এবং সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ।

কর্মশালায় আরও, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও দপ্তরের মোট ৭০ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কর্মশালায় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন এবং শিক্ষকদের রেমুনারেশন বিল অটোমেশনের সফটওয়্যার বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন।  

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এই অটোমেশন উদ্যোগকে শিক্ষক সমাজের জন্য একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষকরা দ্রুত ও স্বচ্ছভাবে তাঁদের প্রাপ্য বিল বুঝে পাবেন, যা প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি করবে।

এছাড়া তিনি এই প্রকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেকশনের সমন্বিত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান, বিশেষ করে আইসিটি সেলকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটকে আরও তথ্যবহুল, ইউজার-ফ্রেন্ডলি ও ডাইনামিক করার লক্ষ্যে প্রয়োজনীয় অর্থায়নের প্রতিশ্রুতিও দেন।