নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার
ময়মনসিংহের-নান্দাইলে জাম্বুরা গাছে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ফয়সাল মিয়া (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৩ মে) রাত ৯টায় উপজেলার চর-বেতাগৈর ইউনিয়নের চর-কামট খালী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ফয়সাল মিয়া চর-কামট খালী গ্রামের মুজিবুর রহমান স্বপনের ছেলে। সে পেশায় একজন অটো চালক।
মঙ্গলবার (১৪ মে) রাত ১টায় পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, ফয়সাল অটোরিকশা চালাতেন। মঙ্গলবার অটোরিকশা চালিয়ে রাতে বাড়িতে আসে। রাত ৯টার দিকে সবার অজান্তে ঘর থেকে বের হয়ে নিজ বসতঘরের পিছনে জাম্বুরা গাছে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
নিহতের পিতা মুজিবুর রহমান স্বপন বলেন, রাত ৯টার পরে প্রস্রাব করার জন্য ঘর থেকে বের হয়ে দেখি ফয়সাল মিয়া বসতঘরের পিছনে জাম্বুরা গাছে ঝুলে আছে। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, লাশ উদ্বার করে, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।