ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে উন্নয়ন ভাবনা: ইউএনওর সাথে প্রেসক্লাবের বৈঠক বুড়িচং উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের উদ্যোগে শোহাদায়ে কারবালার স্মরণে পাঁচ দিনব্যাপী মাহফিলের সমাপনী  জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট একশন প্রকল্পের সভা অনুষ্ঠিত  গৌরনদীর নলচিড়ার মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার চট্টগ্রামের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, পাহাড় ধসের শঙ্কা ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাপাতিসহ শুভ ওরফে হৃদয় কে গ্রেপ্তার করেছে র‌্যাব।  হত্যা মামলার মূল আসামী গাইবান্ধা জেলার সদর থানাধীন এলাকা হতে গ্রেফতার।  সিরাজগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর সন্টু কুমার দত্ত এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ১১ জুলাই স্মরণে কুবিতে বিশেষ অনুষ্ঠান, প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব শরীয়তপুর পদ্মা সেতু রক্ষা বাঁধে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পাউবো।

সুলতানপুর ব্যাটালিয়ন কর্তৃক ৪ কোটি টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ

সুলতানপুর ব্যাটালিয়ন কর্তৃক ৪ কোটি টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ

 

মোঃ অপু খান চৌধুরী।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। গত ৪ থেকে ১১ মে সুলতানপুর ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী এবং বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে গংগাসাগর, ঘাগুটিয়া, চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা নামক স্থান হতে এসব অবৈধ মালামাল জব্দ করে।

সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত ৪ থেকে ১১ মে বিজিবি তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে।

জব্দকৃত ভারতীয় এসব অবৈধ মালামালের মধ্যে রয়েছে, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে GOLD BLECHI ক্রিম, HARDON BLUE ক্যাপসুল, অলিভ ওয়েল তৈল, আল্ট্রা ব্রাইট স্কিন ক্রিম, ইস্কাফ সিরাপ, কনসেব শ্যাম্পু, কফি, কিওট ট্যাবলেট, কোকোনাট তৈল, গরু, গ্রিপ ওয়াটার, চকলেট, চা পাতা, চাউল, চিংড়ি মাছের রেনু, চিনি, জিরা, ডরবিন ক্রিম, ডাবর লাল তেল, ডাবল আমলা তৈল, পন্ডস পাউডার, পোভিডোন আই ড্রপ, ফুসকা, বাজি, বিভিন্ন প্রকার চশমা, বিয়ার, ভীম বাটি, মাইবিউ স্কিন এন্ড হেয়ার, মেহেদী, মোবাইল ডিসপ্লে, শাড়ি, শিং মাছ, সিএনজি, সুপার শাহিন স্যুটের কাপড়, স্কিন সাইন ক্রিম, গাঁজা, এবং হুইস্কি। যাহার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। এসময় কুমিল্লা জেলার বুড়িচং থানার বাকশিমুল গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ কবির হোসেন (৪০) একজনকে আটক করে।

এব্যপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি)
লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, 
সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে উন্নয়ন ভাবনা: ইউএনওর সাথে প্রেসক্লাবের বৈঠক

সুলতানপুর ব্যাটালিয়ন কর্তৃক ৪ কোটি টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ

আপডেট সময় ০৯:৪৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

 

মোঃ অপু খান চৌধুরী।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। গত ৪ থেকে ১১ মে সুলতানপুর ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী এবং বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে গংগাসাগর, ঘাগুটিয়া, চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা নামক স্থান হতে এসব অবৈধ মালামাল জব্দ করে।

সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত ৪ থেকে ১১ মে বিজিবি তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে।

জব্দকৃত ভারতীয় এসব অবৈধ মালামালের মধ্যে রয়েছে, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে GOLD BLECHI ক্রিম, HARDON BLUE ক্যাপসুল, অলিভ ওয়েল তৈল, আল্ট্রা ব্রাইট স্কিন ক্রিম, ইস্কাফ সিরাপ, কনসেব শ্যাম্পু, কফি, কিওট ট্যাবলেট, কোকোনাট তৈল, গরু, গ্রিপ ওয়াটার, চকলেট, চা পাতা, চাউল, চিংড়ি মাছের রেনু, চিনি, জিরা, ডরবিন ক্রিম, ডাবর লাল তেল, ডাবল আমলা তৈল, পন্ডস পাউডার, পোভিডোন আই ড্রপ, ফুসকা, বাজি, বিভিন্ন প্রকার চশমা, বিয়ার, ভীম বাটি, মাইবিউ স্কিন এন্ড হেয়ার, মেহেদী, মোবাইল ডিসপ্লে, শাড়ি, শিং মাছ, সিএনজি, সুপার শাহিন স্যুটের কাপড়, স্কিন সাইন ক্রিম, গাঁজা, এবং হুইস্কি। যাহার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। এসময় কুমিল্লা জেলার বুড়িচং থানার বাকশিমুল গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ কবির হোসেন (৪০) একজনকে আটক করে।

এব্যপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি)
লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, 
সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।