এম মনির চৌধুরী রানা : ৩০শে এপ্রিল, বুধবার, বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে ভেজাল রোধে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ রহমত উল্লাহ । এসময় চিংড়িতে অবৈধ জেলী পুশ করে বিক্রি হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখেন উপজেলা মৎস্য অফিসার মোঃ নাঈম হাসান।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন – এছাড়াও দোকানের নির্ধারিত সীমার বাইরে এসে বেআইনিভাবে স্থাপনা নির্মাণ কিংবা দখল করে রাখায় সংশ্লিষ্টদের অনতিবিলম্বে তা অপসারণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
অন্যথায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
জনভোগান্তি লাঘবে শাকপুরা বাজারের সাপ্তাহিক বাজারের দিনসহ অন্যান্য দিনে সড়ক যানজটমুক্ত রাখতে উপজেলা প্রশাসন সকলকে নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।