রাজস্থলী (রাঙ্গামাটি) : বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের সাংগঠনিক সভা এবং লিফলেট বিতরণ কর্মসূচি রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বেলা ২ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল রাজস্থলী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা মডেল মসজিদের হলরুমে উক্ত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতিদলের রাজস্থলী শাখার সাধারণ সম্পাদক মোঃ কাউসার উদ্দিন সুমনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এবং, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা তাঁতিদলের আহ্বায়ক মোহাম্মদ সফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া রাঙ্গামাটি জেলা তাঁতি দলের সদস্য সচিব মোঃ জমির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম সগির, উপজেলা বিএনপির সদস্য জিকু দে, রাঙ্গামাটি জেলা তাঁতি দলের সদস্য মোঃ আফসার আলীসহ রাজস্থলী উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।