ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজস্থলীতে সিএনজি-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ২ মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে সংবাদ সম্মেলন যেনতেন একটা নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের উপরে আবার জুলুমতন্ত্র চালু হবে সেটা হতে দেয়া হবে না : অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল  বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুল মন্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিপুল পরিমান গাঁজাসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।  মঠবাড়িয়ায় বিএনপির সদস্য ফরম বাছাই নিয়ে ছাত্রদল বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ – ৫ জন আহত পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা, বিক্ষোভের পর কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ‎ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষায় অতিরিক্ত ফি নেয়া কে কেন্দ্র করে অভিভাবকদের ক্ষোভ ভোলা সদর উপজেলা জাতীয় পার্টি’র উত্তর দিঘলদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড কমিটি গঠন রবির হলে পঞ্চাশ শতাংশ সিট পাবে নবীন শিক্ষার্থীরা

বদরগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু ঘটনায়, আরও দুজন গ্রেপ্তার।

বদরগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু ঘটনায়, আরও দুজন গ্রেপ্তার।

রানা ইসলাম বদরগঞ্জ রংপুর : রংপুরের বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু মিয়াকে (৫০) নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার  সন্ধ্যায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পৌরশহরে থানাপাড়া গ্রামের বিশ্বজিৎ রায়, স্টেশনপাড়া এলাকার নয়ন। এ নিয়ে লাভলু হত্যাকাণ্ডে আটজনকে গ্রেপ্তার করা হলো। তবে হত্যাকাণ্ডের ১৮ দিনেও মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন দলীয় নেতা–কর্মী ও নিহত ব্যক্তির স্বজনেরা।
এদিকে স্থানীয় দলীয় নেতা–কর্মী ও নিহত ব্যক্তির স্বজনেরা মূল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ২৩ এপ্রিল বুধবার দুপুরে পৌরশহরে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনার এলাকায় মানববন্ধন ও  প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে সাবেক বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার বলেন, লাভলু হত্যার ১নং আসামী ভিডিও কনফারেন্স কথা বলে আর পুলিশ বলে তাকে পাওয়া যাচ্ছে না। আমি প্রশাসন কে বলতে চাই আন্দোলন কি দেখছেন আন্দোলনের এখন কিছু দেখেননি।আগামী দুই একদিনের মধ্যে আসামী না ধরলে কঠোর আন্দোলন সংগ্রামী আমরা যাবো।পরে উপজেলা নির্বাহী কার্যালয়ে যেয়ে  কালুপাড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে শহিদুল হক মানিককে অপসারণের জন্য স্মারকলিপি দেন।
কালুপাড়ার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ সরকার বলেন, আমাদের অতিতে অনেক আন্দোলন সংগ্রাম করার অভিজ্ঞতা রয়েছে । তাই আমাদের আর আন্দোলন সংগ্রাম করতে বাধ্য করিয়েননা।দয়া করে এখন লাভলু হত্যার সকল আসামিদের ধরেন।
লাভলু মিয়ার স্ত্রী রায়হানা বলেন, ‘আমার স্বামী বিএনপির রাজনীতি করে জীবন পর্যন্ত দিলেন। কিন্তু এখন শুনছি, তিনি নাকি বিএনপিই করেননি। আমার প্রশ্ন, আমার স্বামী যদি বিএনপি না করেই থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে এত মামলা হয়েছিল কীভাবে? তাঁকে কেনইবা ছাত্র আন্দোলনের সময়ে জেল খাটতে হয়েছিল। এই নোংরা রাজনীতি বন্ধ করে আমার স্বামীকে ওই মামলার এজাহারে বিএনপির স্বীকৃতি দিতে হবে। এতে তাঁর আত্মা কিছুটা শান্তি পাবে।’
লাভলু মিয়ার ছেলে রায়হান মিয়া বলেন, ‘আমার বাবা বিএনপির রাজনীতি করতে গিয়ে বাড়ির অনেক টাকা–পয়সা নষ্ট করেছেন। জীবনও দিলেন রাজনীতির পেছনে। এখন আমার সেই বাবাকে একজন ব্যক্তি বলা হচ্ছে। এটা সন্তান হিসেবে মেনে নিতে পারছি না।’
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান  বলেন, এ ঘটনায় এক এজাহারভুক্ত আসামিসহ আটজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ৫ এপ্রিল দুপুরে বদরগঞ্জ পৌর শহরের একটি দোকান ঘরকে কেন্দ্র করে  নিয়ে  দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় লাভলু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ  হাসপাতালে মারা যান।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

রাজস্থলীতে সিএনজি-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ২

বদরগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু ঘটনায়, আরও দুজন গ্রেপ্তার।

আপডেট সময় ১১:৫১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর : রংপুরের বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু মিয়াকে (৫০) নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার  সন্ধ্যায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পৌরশহরে থানাপাড়া গ্রামের বিশ্বজিৎ রায়, স্টেশনপাড়া এলাকার নয়ন। এ নিয়ে লাভলু হত্যাকাণ্ডে আটজনকে গ্রেপ্তার করা হলো। তবে হত্যাকাণ্ডের ১৮ দিনেও মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন দলীয় নেতা–কর্মী ও নিহত ব্যক্তির স্বজনেরা।
এদিকে স্থানীয় দলীয় নেতা–কর্মী ও নিহত ব্যক্তির স্বজনেরা মূল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ২৩ এপ্রিল বুধবার দুপুরে পৌরশহরে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনার এলাকায় মানববন্ধন ও  প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে সাবেক বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার বলেন, লাভলু হত্যার ১নং আসামী ভিডিও কনফারেন্স কথা বলে আর পুলিশ বলে তাকে পাওয়া যাচ্ছে না। আমি প্রশাসন কে বলতে চাই আন্দোলন কি দেখছেন আন্দোলনের এখন কিছু দেখেননি।আগামী দুই একদিনের মধ্যে আসামী না ধরলে কঠোর আন্দোলন সংগ্রামী আমরা যাবো।পরে উপজেলা নির্বাহী কার্যালয়ে যেয়ে  কালুপাড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে শহিদুল হক মানিককে অপসারণের জন্য স্মারকলিপি দেন।
কালুপাড়ার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ সরকার বলেন, আমাদের অতিতে অনেক আন্দোলন সংগ্রাম করার অভিজ্ঞতা রয়েছে । তাই আমাদের আর আন্দোলন সংগ্রাম করতে বাধ্য করিয়েননা।দয়া করে এখন লাভলু হত্যার সকল আসামিদের ধরেন।
লাভলু মিয়ার স্ত্রী রায়হানা বলেন, ‘আমার স্বামী বিএনপির রাজনীতি করে জীবন পর্যন্ত দিলেন। কিন্তু এখন শুনছি, তিনি নাকি বিএনপিই করেননি। আমার প্রশ্ন, আমার স্বামী যদি বিএনপি না করেই থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে এত মামলা হয়েছিল কীভাবে? তাঁকে কেনইবা ছাত্র আন্দোলনের সময়ে জেল খাটতে হয়েছিল। এই নোংরা রাজনীতি বন্ধ করে আমার স্বামীকে ওই মামলার এজাহারে বিএনপির স্বীকৃতি দিতে হবে। এতে তাঁর আত্মা কিছুটা শান্তি পাবে।’
লাভলু মিয়ার ছেলে রায়হান মিয়া বলেন, ‘আমার বাবা বিএনপির রাজনীতি করতে গিয়ে বাড়ির অনেক টাকা–পয়সা নষ্ট করেছেন। জীবনও দিলেন রাজনীতির পেছনে। এখন আমার সেই বাবাকে একজন ব্যক্তি বলা হচ্ছে। এটা সন্তান হিসেবে মেনে নিতে পারছি না।’
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান  বলেন, এ ঘটনায় এক এজাহারভুক্ত আসামিসহ আটজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ৫ এপ্রিল দুপুরে বদরগঞ্জ পৌর শহরের একটি দোকান ঘরকে কেন্দ্র করে  নিয়ে  দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় লাভলু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ  হাসপাতালে মারা যান।