মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার পঞ্চগড়-পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের দিক নির্দেশনায়,
গত ইং ২১/০৭/২০২৫ তারিখ এসআই/মোঃ আবু হোসেন এর নেতৃত্বে, এস আই নাজমুল ইসলাম, এস আই সাদেকুল, ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া পঞ্চগড় সদর থানাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইসলামপুর মৌজার জনৈক আশরাফুল এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামি মো: সাহিন ইসলাম (২২) পিতা আকরাম আলী, গ্রাম কমলাপুকুরি, বোদা পঞ্চগড়কে তার কাধে থাকা স্কুল ব্যাগ এর ভিতর কুরিয়ার এর কার্টুনে রক্ষিত ১২ টি চোরাইকৃত স্মার্ট মোবাইল ফোন, তার নিজের ব্যবহৃত একটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল সহ ১৯.৫০ ঘটিকায় গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সদর থানায় পেনাল কোড আইনের ৪১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে।