মোঃ মিনহাজুল ইসলাম সুজন, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।
বরিশালের বাকেরগঞ্জে সাতসকালে গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জাকির মিরা (৫০) তিনি উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামের কাসেম মিরার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত শ্রমিক জাকির মিরা কলসকাঠী বেবাজ গ্রামের শামসুল আলম বিশ্বাস নামক এক ব্যক্তির বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। শুক্রবার সকালে একটি গাছে উঠার চেষ্টা করলে অসাবধানতাবশত পড়ে গিয়ে মাথা থেঁতলে যায়।পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সেহতাব এহোছন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।