ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন জগন্নাথপুরবাসী। তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য ও স্লোগানের প্রতিবাদে মহানগরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামিলীগ নেতা লোকমান বিএনপি নাম ভাঙ্গিয়ে পায়দা লোটার চেষ্টা  রাজশাহী নগরীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে মজিবর রহমান মজু’কে চাইছে ভালুকাবাসী  রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা জুলাই শহীদদের স্মরণে মুন্সিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশালে চাঁদাবাজি সহ একাধিক মামলা ! তদন্তে পুলিশ গৃহ ছারছেন সাংবাদিক 

কোরআন ও হাদীসের দাওয়াত পৌঁছাতে সউদীর আলেম যখন রাজশাহীতে!

কোরআন ও হাদীসের দাওয়াত পৌঁছাতে সউদীর আলেম যখন রাজশাহীতে!

 

স্টাফ রিপোর্টার: কোরআন ও সহীহ হাদিসের দাওয়াত পৌঁছাতে রাজশাহীতে এসেছেন সউদী আরবের মদিনার অন্যতম আলেম ড. শায়খ সলিহ বিন আব্দুল আজিজ সুলাইমান সিন্ধী। মিনিষ্ট্রি অফ ইসলামিক এ্যাফিয়ারস, দাওয়া এন্ড গাইডেন্স এর পক্ষ থেকে কোরআন ও সহীহ হাদিসের দাওয়াত দিতে রাজশাহীর জামিআহআস-সালাফিয়্যাহ মাদ্রাসায় এসেছেন। গত ১৩ জুলাই থেকে ৩দিন ব্যাপী দাওরা ইলমিয়া একাডেমি কোর্সে আকীদা বিষয়ক দারস দেন।

 

আব্দুল্লাহ ও আব্দুর রহিমের সঞ্চালনায় ওই অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। ওই একাডেমিক কোর্সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জামিআর প্রতিষ্ঠাতা ও প্রধান মুহাদ্দিস শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফসহ তাঁর প্রতিষ্ঠানের প্রায় ৭০জন শিক্ষক প্রায় ৩ হাজার শিক্ষার্থীসহ অংশ গ্রহণ করেন বলে জনানা প্রতিষ্ঠানের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল ইসলাম ফরিদ।

 

প্রতিদিন ফজর, যহর ও মাগরিবের সালাত শেষে প্রায় ২ ঘন্টা করে নিয়মিত সহীহ আকীদার দারস দিয়েছেন সউদী আবরের কিবারুল উলামার সদস্য, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আকীদা বিভাগের অধ্যাপক এবং মসজিদে নববীর উস্তায ড. শায়খ সলিহ বিন আব্দুল আজীজ বিন সুলাইমান সিন্ধী (হাফিজাহুল্লাহ)।

 

তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, রাজকীয় সউদী দূতাবাস বাংলাদেশের প্রধান ওস্তায মুবারক বিন আমিক আল আনযী এবং সৌদি আরব থেকে আগত দুজন মিডিয়া প্রতিনিধির একটি দল।

 

একাডেমিক কোর্স শেষে সউদী দূতাবাসের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সার্টিফিকেট এবং একটি করে ব্যাগ প্রদান করা হয়। এবং আল-জামি আহআস-সালাফিয়্যাহ, রাজশাহীর পক্ষ থেকে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ড. সলিহ বিন আব্দুল আজীজ বিন সুলাইমান সিন্ধীকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেন।

 

 

 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

কোরআন ও হাদীসের দাওয়াত পৌঁছাতে সউদীর আলেম যখন রাজশাহীতে!

আপডেট সময় ০৭:৪৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

 

স্টাফ রিপোর্টার: কোরআন ও সহীহ হাদিসের দাওয়াত পৌঁছাতে রাজশাহীতে এসেছেন সউদী আরবের মদিনার অন্যতম আলেম ড. শায়খ সলিহ বিন আব্দুল আজিজ সুলাইমান সিন্ধী। মিনিষ্ট্রি অফ ইসলামিক এ্যাফিয়ারস, দাওয়া এন্ড গাইডেন্স এর পক্ষ থেকে কোরআন ও সহীহ হাদিসের দাওয়াত দিতে রাজশাহীর জামিআহআস-সালাফিয়্যাহ মাদ্রাসায় এসেছেন। গত ১৩ জুলাই থেকে ৩দিন ব্যাপী দাওরা ইলমিয়া একাডেমি কোর্সে আকীদা বিষয়ক দারস দেন।

 

আব্দুল্লাহ ও আব্দুর রহিমের সঞ্চালনায় ওই অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। ওই একাডেমিক কোর্সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জামিআর প্রতিষ্ঠাতা ও প্রধান মুহাদ্দিস শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফসহ তাঁর প্রতিষ্ঠানের প্রায় ৭০জন শিক্ষক প্রায় ৩ হাজার শিক্ষার্থীসহ অংশ গ্রহণ করেন বলে জনানা প্রতিষ্ঠানের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল ইসলাম ফরিদ।

 

প্রতিদিন ফজর, যহর ও মাগরিবের সালাত শেষে প্রায় ২ ঘন্টা করে নিয়মিত সহীহ আকীদার দারস দিয়েছেন সউদী আবরের কিবারুল উলামার সদস্য, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আকীদা বিভাগের অধ্যাপক এবং মসজিদে নববীর উস্তায ড. শায়খ সলিহ বিন আব্দুল আজীজ বিন সুলাইমান সিন্ধী (হাফিজাহুল্লাহ)।

 

তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, রাজকীয় সউদী দূতাবাস বাংলাদেশের প্রধান ওস্তায মুবারক বিন আমিক আল আনযী এবং সৌদি আরব থেকে আগত দুজন মিডিয়া প্রতিনিধির একটি দল।

 

একাডেমিক কোর্স শেষে সউদী দূতাবাসের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সার্টিফিকেট এবং একটি করে ব্যাগ প্রদান করা হয়। এবং আল-জামি আহআস-সালাফিয়্যাহ, রাজশাহীর পক্ষ থেকে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ড. সলিহ বিন আব্দুল আজীজ বিন সুলাইমান সিন্ধীকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেন।