স্টাফ রিপোর্টার: কোরআন ও সহীহ হাদিসের দাওয়াত পৌঁছাতে রাজশাহীতে এসেছেন সউদী আরবের মদিনার অন্যতম আলেম ড. শায়খ সলিহ বিন আব্দুল আজিজ সুলাইমান সিন্ধী। মিনিষ্ট্রি অফ ইসলামিক এ্যাফিয়ারস, দাওয়া এন্ড গাইডেন্স এর পক্ষ থেকে কোরআন ও সহীহ হাদিসের দাওয়াত দিতে রাজশাহীর জামিআহআস-সালাফিয়্যাহ মাদ্রাসায় এসেছেন। গত ১৩ জুলাই থেকে ৩দিন ব্যাপী দাওরা ইলমিয়া একাডেমি কোর্সে আকীদা বিষয়ক দারস দেন।
আব্দুল্লাহ ও আব্দুর রহিমের সঞ্চালনায় ওই অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। ওই একাডেমিক কোর্সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জামিআর প্রতিষ্ঠাতা ও প্রধান মুহাদ্দিস শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফসহ তাঁর প্রতিষ্ঠানের প্রায় ৭০জন শিক্ষক প্রায় ৩ হাজার শিক্ষার্থীসহ অংশ গ্রহণ করেন বলে জনানা প্রতিষ্ঠানের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল ইসলাম ফরিদ।
প্রতিদিন ফজর, যহর ও মাগরিবের সালাত শেষে প্রায় ২ ঘন্টা করে নিয়মিত সহীহ আকীদার দারস দিয়েছেন সউদী আবরের কিবারুল উলামার সদস্য, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আকীদা বিভাগের অধ্যাপক এবং মসজিদে নববীর উস্তায ড. শায়খ সলিহ বিন আব্দুল আজীজ বিন সুলাইমান সিন্ধী (হাফিজাহুল্লাহ)।
তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, রাজকীয় সউদী দূতাবাস বাংলাদেশের প্রধান ওস্তায মুবারক বিন আমিক আল আনযী এবং সৌদি আরব থেকে আগত দুজন মিডিয়া প্রতিনিধির একটি দল।
একাডেমিক কোর্স শেষে সউদী দূতাবাসের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সার্টিফিকেট এবং একটি করে ব্যাগ প্রদান করা হয়। এবং আল-জামি আহআস-সালাফিয়্যাহ, রাজশাহীর পক্ষ থেকে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ড. সলিহ বিন আব্দুল আজীজ বিন সুলাইমান সিন্ধীকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেন।