ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন জগন্নাথপুরবাসী। তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য ও স্লোগানের প্রতিবাদে মহানগরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামিলীগ নেতা লোকমান বিএনপি নাম ভাঙ্গিয়ে পায়দা লোটার চেষ্টা  রাজশাহী নগরীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে মজিবর রহমান মজু’কে চাইছে ভালুকাবাসী  রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা জুলাই শহীদদের স্মরণে মুন্সিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশালে চাঁদাবাজি সহ একাধিক মামলা ! তদন্তে পুলিশ গৃহ ছারছেন সাংবাদিক 

উচ্চ আদালতের রায় থাকার পরেও বড়পুকুরিয়া কয়লা খনির ৮৭ জন কর্মচারীকে স্থায়ী পদে নিয়োগে বাঁধা

উচ্চ আদালতের রায় থাকার পরেও বড়পুকুরিয়া কয়লা খনির ৮৭ জন কর্মচারীকে স্থায়ী পদে নিয়োগে বাঁধা


মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি- 
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দীর্ঘ ১ যুগের ও বেশি ৮৭জন কর্মচারী, কর্মকর্তা ও অন্যান্যপদে লোকজন কর্মরত আছেন। কিন্তু বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ দীর্ঘ ১ যুগের ও বেশি সময় অতিবাহিত করে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান না করায় আইনের আশ্রয় নিয়েও বহাল করছেন না।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ হতে প্রেরিত বিবেচনা পত্র কাগজপত্র পর্যালোচনায় দেখেন যে, উক্ত বিভাগের অধীনস্ত বড়পুকুরিয়া কয়লা খনিতে আউট সোর্সিং হিসেবে কর্মরত সোহেল রানা সহ ৮৭ জন কর্মচারী কম্পিউটার অপারেট, অফিস এ্যাস্ধিসঢ়;সটেন্ট, টেকনিক্যাল হেলপার, ড্রাইভার, এ্যাটেনডেট, মেডিকলে এ্যাস্ধিসঢ়;সটেন্ট, সিকিউরিটি গার্ড এবং ক্লিনার এর স্থায়ী পদে নিয়োগের প্রার্থনা করে মাননীয় হাইকোর্ড বিভাগে রিটপিটিশন নং- ১২৮৮/২০১৮ দায়ের করলে আদালত বিগত ১৮/০৮/২০১৮ইং তারিখে পিটিশনারদের পক্ষে রায় প্রদান করেন।

উক্ত রায়ের বিরুদ্ধে মামনীয় অপিল পিটিশন ফর লিড টু আপিল নং- ২৩২৭/২০১৯ দায়ের করলে আদালত ৩০/০৪/২০২৩ইং তারিখে পিটিশনটি খরিজ করে দেয়। উক্ত আদেশের বিরুদ্ধে সরকারের পক্ষে আপিল সিভিল রিভিউ পিটিশন নং-২০০/২০২৩৩দায়ের করলে আদালত বিজ্ঞগত ২৫/০১/২০২৪ইং তারিখে পিটিশনটি খারিজ করে দেয়। বাংলাদেশ সুপ্রিম কোটের মাননীয় হাইকোট বিভাগের রিট পিটিশন নং-১২৮৮/২০১৮এর রায় বাস্তবায়ন করা যাবে কি না সে বিষয়ে মতামত প্রত্যাশী আইনগত মতামত প্রদান করেছেন।

উল্লেখ্য যে, ঐ নথিতে অধীনস্থ বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ আউট সোর্সিং হিসেবে সোহেল রানা সহ মোট ৮৭ জন কর্মচারীকে স্থায়ী ভাবে নিয়োগের প্রার্থনা হাই কোট বিভাগে সোহেল রানাদের পক্ষে রায় প্রাদান করেন। এদিকে আপিল বিভাগের সিভিল পিটিশন ফর লিফ টু আপিল ২৩২৭/২০১৯ ও সিভিল রিভিউ পিটিশন ২০০/২০২৩ খারিজ হয়ে যায়। সেহেতু হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন ১২৮৮/২০১৮ এর বিগত ০৮/১০/২০১৮ইং তারিখের রায় অদ্যবধি বহাল রয়েছে।

এমতাবস্থায় মাননীয় হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিপ পিটিশন এর রায় বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা রয়েছে বলে জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা। এদিকে আউট সোসিং এর মামলার বাদি মোঃ সোহেল রানা নিয়োগের দাবীতে গত ১৬/০৭/২০২৫ইং তারিখে পেট্রবাংলার চেয়ারম্যান, বিসিএমসিএল এর বোড চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে আন্দোলনের চিঠি প্রেরণ করেন।

মামলার বাদী মোঃ সোহেল রানা বলেন, ১ যুগেরও বেশি এখানে কাজ করে যাচ্ছি কিন্তু খনি কর্তৃপক্ষ আমাদের চাকরি স্থায়ীকরণ না করে হয়রানী করছে। ইতিমধ্যে আমাদের মধ্যে ১/২ জন মৃত্যুরবরণ করেছেন। অনেকের বয়স ও শেষ হয়ে যাচ্ছে। পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছি। আগামী ৩০/০৭/২০২৫ইং তারিখের মধ্যে বড়পুকুরিয়া কয়লাখনির ৮৭জন কে নিয়োগ প্রদান না করলে তারা আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দেন। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সরকার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন গ্রহণ করেন নি।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

উচ্চ আদালতের রায় থাকার পরেও বড়পুকুরিয়া কয়লা খনির ৮৭ জন কর্মচারীকে স্থায়ী পদে নিয়োগে বাঁধা

আপডেট সময় ০৬:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫


মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি- 
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দীর্ঘ ১ যুগের ও বেশি ৮৭জন কর্মচারী, কর্মকর্তা ও অন্যান্যপদে লোকজন কর্মরত আছেন। কিন্তু বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ দীর্ঘ ১ যুগের ও বেশি সময় অতিবাহিত করে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান না করায় আইনের আশ্রয় নিয়েও বহাল করছেন না।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ হতে প্রেরিত বিবেচনা পত্র কাগজপত্র পর্যালোচনায় দেখেন যে, উক্ত বিভাগের অধীনস্ত বড়পুকুরিয়া কয়লা খনিতে আউট সোর্সিং হিসেবে কর্মরত সোহেল রানা সহ ৮৭ জন কর্মচারী কম্পিউটার অপারেট, অফিস এ্যাস্ধিসঢ়;সটেন্ট, টেকনিক্যাল হেলপার, ড্রাইভার, এ্যাটেনডেট, মেডিকলে এ্যাস্ধিসঢ়;সটেন্ট, সিকিউরিটি গার্ড এবং ক্লিনার এর স্থায়ী পদে নিয়োগের প্রার্থনা করে মাননীয় হাইকোর্ড বিভাগে রিটপিটিশন নং- ১২৮৮/২০১৮ দায়ের করলে আদালত বিগত ১৮/০৮/২০১৮ইং তারিখে পিটিশনারদের পক্ষে রায় প্রদান করেন।

উক্ত রায়ের বিরুদ্ধে মামনীয় অপিল পিটিশন ফর লিড টু আপিল নং- ২৩২৭/২০১৯ দায়ের করলে আদালত ৩০/০৪/২০২৩ইং তারিখে পিটিশনটি খরিজ করে দেয়। উক্ত আদেশের বিরুদ্ধে সরকারের পক্ষে আপিল সিভিল রিভিউ পিটিশন নং-২০০/২০২৩৩দায়ের করলে আদালত বিজ্ঞগত ২৫/০১/২০২৪ইং তারিখে পিটিশনটি খারিজ করে দেয়। বাংলাদেশ সুপ্রিম কোটের মাননীয় হাইকোট বিভাগের রিট পিটিশন নং-১২৮৮/২০১৮এর রায় বাস্তবায়ন করা যাবে কি না সে বিষয়ে মতামত প্রত্যাশী আইনগত মতামত প্রদান করেছেন।

উল্লেখ্য যে, ঐ নথিতে অধীনস্থ বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ আউট সোর্সিং হিসেবে সোহেল রানা সহ মোট ৮৭ জন কর্মচারীকে স্থায়ী ভাবে নিয়োগের প্রার্থনা হাই কোট বিভাগে সোহেল রানাদের পক্ষে রায় প্রাদান করেন। এদিকে আপিল বিভাগের সিভিল পিটিশন ফর লিফ টু আপিল ২৩২৭/২০১৯ ও সিভিল রিভিউ পিটিশন ২০০/২০২৩ খারিজ হয়ে যায়। সেহেতু হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন ১২৮৮/২০১৮ এর বিগত ০৮/১০/২০১৮ইং তারিখের রায় অদ্যবধি বহাল রয়েছে।

এমতাবস্থায় মাননীয় হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিপ পিটিশন এর রায় বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা রয়েছে বলে জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা। এদিকে আউট সোসিং এর মামলার বাদি মোঃ সোহেল রানা নিয়োগের দাবীতে গত ১৬/০৭/২০২৫ইং তারিখে পেট্রবাংলার চেয়ারম্যান, বিসিএমসিএল এর বোড চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে আন্দোলনের চিঠি প্রেরণ করেন।

মামলার বাদী মোঃ সোহেল রানা বলেন, ১ যুগেরও বেশি এখানে কাজ করে যাচ্ছি কিন্তু খনি কর্তৃপক্ষ আমাদের চাকরি স্থায়ীকরণ না করে হয়রানী করছে। ইতিমধ্যে আমাদের মধ্যে ১/২ জন মৃত্যুরবরণ করেছেন। অনেকের বয়স ও শেষ হয়ে যাচ্ছে। পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছি। আগামী ৩০/০৭/২০২৫ইং তারিখের মধ্যে বড়পুকুরিয়া কয়লাখনির ৮৭জন কে নিয়োগ প্রদান না করলে তারা আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দেন। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সরকার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন গ্রহণ করেন নি।