ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যবসায়ী মামুনকে গুলি করে হত্যায় জড়িত পলাতক আসামি রাসেল ফকিরকে আটক করেছে র‍্যাব। নেই আইনের তোয়াক্কা সরকারি হাসপাতালের ২০ গজে ডায়াগনস্টিক সেন্টার! গণমাধ্যমের স্বাধীনতা বন্ধ হলেই গণতন্ত্র রুদ্ধ হয় – ডক্টর ইমরান আনসারী  গৌরনদীর যুবক কালকিনি থেকে নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার বজ্রপাতরোধে গৌরনদীতে বিনামূল্যে তালচারা-কীটনাশক বিতরন অনুষ্ঠান।   বোয়ালখালীতে ৩ ফার্মেসিকে জরিমানা, ১টি সিলগালা। শিক্ষকদের হৃত গৌরব পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে – সালমা ইসলাম বোয়ালখালীতে অটোরিকশার ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৫ অপরিকল্পিত উন্নয়নে জলাবদ্ধ পটুয়াখালী, বর্ষায় জনভোগান্তি চরমে অসুস্থ সাংবাদিক শাহজাহান খানকে দেখতে গেলেন অধ্যক্ষ বাবরসহ জামায়াত নেতৃবৃন্দ

মহানগরীতে ছিনতাই মামলার আসামি কিউট গ্রেফতার

মহানগরীতে ছিনতাই মামলার আসামি কিউট গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ছিনতাই মামলার আসামি এস এম হাসান মোক্তাদ্দির ওরফে কিউট‘কে (২১), গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।

শুক্রবার (১৩ জুন) ভোর পৌনে ৪ টায় মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতার এস এম হাসান মোক্তাদ্দির ওরফে কিউট (২১), সে মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার এস এম এহসান উদ্দীন ওরফে বাদশার ছেলে। বর্তমানে সে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় বসবাস করে।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাস টার্মিনাল এলাকায় ছিনতাইয়ের ঘটনার অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

তিনি জানান, গত ২৭ নভেম্বর ২০২৪ সকাল সোয়া ৭ টায় নগরীর শিরোইল পুরাতন বাস টার্মিনালের সামনে এক মহিলা ছিনতাইয়ের শিকার হন। তিনি ব্যাটারিচালিত রিক্সায় ভদ্রা মোড় থেকে রেশম ভবন রোড হয়ে গন্তব্যস্থলে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তার একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

তার ব্যাগে একটি সরকারি ল্যাপটপ, মোবাইল ফোন), জাতীয় পরিচয়পত্র, ডেবিট কার্ড, পেনড্রাইভ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ কিছু টাকা ছিল। ছিনতাইয়ের সময় ধস্তাধস্তিতে মহিলার ডান হাতের আঙুলে আঘাত লাগে। এ ঘটনায় মহানগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু হয়।

মামলার তদন্তে নেমে আসামিদের সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অবশেষে শুক্রবার দিবাগত রাত পৌনে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোক্তাদ্দির ওরফে কিউটকে গ্রেফতার করে এসআই মোঃ শাহ আলী মিয়া ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি হাসান মোক্তাদ্দির সরাসরি এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। শুক্রবার সকালে তাকে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

ব্যবসায়ী মামুনকে গুলি করে হত্যায় জড়িত পলাতক আসামি রাসেল ফকিরকে আটক করেছে র‍্যাব।

মহানগরীতে ছিনতাই মামলার আসামি কিউট গ্রেফতার

আপডেট সময় ১১:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ছিনতাই মামলার আসামি এস এম হাসান মোক্তাদ্দির ওরফে কিউট‘কে (২১), গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।

শুক্রবার (১৩ জুন) ভোর পৌনে ৪ টায় মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতার এস এম হাসান মোক্তাদ্দির ওরফে কিউট (২১), সে মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার এস এম এহসান উদ্দীন ওরফে বাদশার ছেলে। বর্তমানে সে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় বসবাস করে।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাস টার্মিনাল এলাকায় ছিনতাইয়ের ঘটনার অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

তিনি জানান, গত ২৭ নভেম্বর ২০২৪ সকাল সোয়া ৭ টায় নগরীর শিরোইল পুরাতন বাস টার্মিনালের সামনে এক মহিলা ছিনতাইয়ের শিকার হন। তিনি ব্যাটারিচালিত রিক্সায় ভদ্রা মোড় থেকে রেশম ভবন রোড হয়ে গন্তব্যস্থলে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তার একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

তার ব্যাগে একটি সরকারি ল্যাপটপ, মোবাইল ফোন), জাতীয় পরিচয়পত্র, ডেবিট কার্ড, পেনড্রাইভ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ কিছু টাকা ছিল। ছিনতাইয়ের সময় ধস্তাধস্তিতে মহিলার ডান হাতের আঙুলে আঘাত লাগে। এ ঘটনায় মহানগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু হয়।

মামলার তদন্তে নেমে আসামিদের সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অবশেষে শুক্রবার দিবাগত রাত পৌনে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোক্তাদ্দির ওরফে কিউটকে গ্রেফতার করে এসআই মোঃ শাহ আলী মিয়া ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি হাসান মোক্তাদ্দির সরাসরি এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। শুক্রবার সকালে তাকে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।