ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন জগন্নাথপুরবাসী। তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য ও স্লোগানের প্রতিবাদে মহানগরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামিলীগ নেতা লোকমান বিএনপি নাম ভাঙ্গিয়ে পায়দা লোটার চেষ্টা  রাজশাহী নগরীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে মজিবর রহমান মজু’কে চাইছে ভালুকাবাসী  রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা জুলাই শহীদদের স্মরণে মুন্সিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশালে চাঁদাবাজি সহ একাধিক মামলা ! তদন্তে পুলিশ গৃহ ছারছেন সাংবাদিক 

রাজশাহীতে চোরাই অটোরিক্সা-সহ চোর রাসেল গ্রেফতার

রাজশাহীতে চোরাই অটোরিক্সা-সহ চোর রাসেল গ্রেফতার


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: 
রাজশাহী নগরীতে ব্যাটারিচালিত চোরাই অটোরিক্সা-সহ মোঃ (৩৭), নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৯ জুন) রাত সোয়া ১০ টায় নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটী এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করে।


মঙ্গলবার (১০ জুন) তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। 
গ্রেফতার মোঃ রাসেল, সে মহানগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি (শেখের চক) এলাকার মোঃ আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে সে রাজপাড়া থানার বসুয়া এলাকায় বসবাস করে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

তিনি জানান, গত (২৯ সেপ্টেম্বর ২০২৪) প্রতিদিনের মতো আলী আকবর নামের অটোরিক্সা চালক গ্যারেজ থেকে অটোরিক্সা নিয়ে বের হন। রাতে তিনি সাহেব বাজার থেকে দুইজন যাত্রী নিয়ে দামকুড়া বাজারে রওনা দেন। সেখানে পৌঁছে তারা একটি চায়ের দোকানে বসে চা পান করেন। চা পান করার কিছুক্ষণ পর আলী আকবর শারীরিকভাবে অসুস্থ অনুভব করেন। পরে ওই দুই যাত্রীকে নিয়ে ফেরার পথে আলী আকবর জ্ঞান হারিয়ে ফেলেন। এ সুযোগে যাত্রীবেশে চোররা তার অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।


পরদিন, 
৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে পবা থানার রামচন্দ্রপুর বাজারের একটি ডেকোরেটরের দোকানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নগরীর দামকুড়া থানায় একটি মামলা রুজু হয়।

মামলার পরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অটোরিক্সা ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবার (৯ জুন) রাত সোয়া ১০ টায় নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটী এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করে ডিবি এসআই মোঃ জাকির হোসাইন ও সঙ্গীয় ফোর্স। মঙ্গলবার (১০ জুন) তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত পৌনে ৮টার দিকে সিরোইল এলাকা থেকে মামলার চোরাই মালামাল একটি ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করা হয়।


মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অব্যাহত রয়েছে।
 জিজ্ঞাসাবাদ শেষে রাসেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চোরাই অটোরিক্সা-সহ চোর রাসেল গ্রেফতার

আপডেট সময় ১০:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: 
রাজশাহী নগরীতে ব্যাটারিচালিত চোরাই অটোরিক্সা-সহ মোঃ (৩৭), নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৯ জুন) রাত সোয়া ১০ টায় নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটী এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করে।


মঙ্গলবার (১০ জুন) তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। 
গ্রেফতার মোঃ রাসেল, সে মহানগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি (শেখের চক) এলাকার মোঃ আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে সে রাজপাড়া থানার বসুয়া এলাকায় বসবাস করে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

তিনি জানান, গত (২৯ সেপ্টেম্বর ২০২৪) প্রতিদিনের মতো আলী আকবর নামের অটোরিক্সা চালক গ্যারেজ থেকে অটোরিক্সা নিয়ে বের হন। রাতে তিনি সাহেব বাজার থেকে দুইজন যাত্রী নিয়ে দামকুড়া বাজারে রওনা দেন। সেখানে পৌঁছে তারা একটি চায়ের দোকানে বসে চা পান করেন। চা পান করার কিছুক্ষণ পর আলী আকবর শারীরিকভাবে অসুস্থ অনুভব করেন। পরে ওই দুই যাত্রীকে নিয়ে ফেরার পথে আলী আকবর জ্ঞান হারিয়ে ফেলেন। এ সুযোগে যাত্রীবেশে চোররা তার অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।


পরদিন, 
৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে পবা থানার রামচন্দ্রপুর বাজারের একটি ডেকোরেটরের দোকানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নগরীর দামকুড়া থানায় একটি মামলা রুজু হয়।

মামলার পরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অটোরিক্সা ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবার (৯ জুন) রাত সোয়া ১০ টায় নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটী এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করে ডিবি এসআই মোঃ জাকির হোসাইন ও সঙ্গীয় ফোর্স। মঙ্গলবার (১০ জুন) তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত পৌনে ৮টার দিকে সিরোইল এলাকা থেকে মামলার চোরাই মালামাল একটি ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করা হয়।


মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অব্যাহত রয়েছে।
 জিজ্ঞাসাবাদ শেষে রাসেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।