ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে আদালতের রায় অমান্য করে প্রভাবশালীর ধান রোপন বানারীপাড়ায় ছাত্রদল নেতার নেতৃত্বে অপহৃত স্কুল ছাত্রী তিন দিনেও উদ্ধার হয়নি খানসামায় বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে হামলা, আহত ২৫  হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ স্বপন কে গ্রেফতার করেছে র‌্যাব। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মহাসমাবেশ বরগুনার বেতাগীতে প্রস্তুতি সভা।। ঐক্যবদ্ধ শিক্ষকরা। কুয়াকাটায় প্রকৌশল সিন্ডিকেটের দখলে উন্নয়ন এসএসসিতে গোল্ডেন এ-প্লাস পেয়েছে উল্লাপাড়ার মেধাবী ছাত্র ওয়াসিমুল বারী হিরন ছাত্রদল নেতাসহ কয়েক যুবকের হাতে স্কুলছাত্রী অপহরণ, বানারীপাড়ায় উত্তেজনা চাঁদাবাজদের প্রতিরোধে আরেকটি গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেয়ার আহ্বান। বিপুল পরিমান ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব।

বানারীপাড়ায় জামায়াত নেতা মিঠু’র উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

বানারীপাড়ায় জামায়াত নেতা মিঠু'র উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া পৌর জামায়াতের ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠুর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী। ৪ জুন বুধবার বিকেল ৫টায় বানারীপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ জুন মঙ্গলবার সকালে ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম চলাকালে পৌর ভবনে হামলার ঘটনা ঘটে। পৌর জামায়াতের ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠু ও নাগরিক কমিটির সদস্য রুনু বেগম চাল বিতরণে অংশ নিচ্ছিলেন।

এ সময়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির মিয়ার ছেলে কামরুল ও আঃ রবের ছেলে শুভর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল সেখানে উপস্থিত হয়ে মিঠু ও রুনু বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে মিঠুর ওপর হামলা চালায়। এতে মিঠু  আহত হন এবং পৌর ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হামলার কারণে চাল বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

হামলার পরদিন, ৪ জুন বিকেলে জামায়াত নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেন এবং বানারীপাড়া প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে জামায়াত নেতৃবৃন্দ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে বলেন, “এটি একটি পরিকল্পিত হামলা। হামলাকারী কামরুল, শুভসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করবে।’
এ সময় উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মো. মোকাম্মেল হক মোজাম্মেল, পৌর জামায়াত আমীর মো. কাওসার হোসেন, বায়তুল মাল সম্পাদক মো. জুয়েল, হামলার শিকার ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠু এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুর রব প্রমুখ।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা জানান, “হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এই সন্ত্রাসী দল পূর্বেও এমন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে অতীতেও নিরীহ মানুষের ওপর হামলার অভিযোগ রয়েছে। বহুবার তারা স্থানীয় বাসিন্দাদের গালাগালি, হুমকি ও শারীরিক নিপীড়নের মাধ্যমে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। তাদের আচরণে পরিষ্কারভাবে দাপট ও আইনকে তোয়াক্কা না করার প্রবণতা দেখা যায়। এলাকাবাসীর দাবি, প্রশাসন যেন অবিলম্বে বিষয়টির তদন্ত করে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে। জনগণ চায়, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক এবং কেউ যেন আর এভাবে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দেখাতে না পারে।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

তানোরে আদালতের রায় অমান্য করে প্রভাবশালীর ধান রোপন

বানারীপাড়ায় জামায়াত নেতা মিঠু’র উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আপডেট সময় ০২:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া পৌর জামায়াতের ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠুর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী। ৪ জুন বুধবার বিকেল ৫টায় বানারীপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ জুন মঙ্গলবার সকালে ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম চলাকালে পৌর ভবনে হামলার ঘটনা ঘটে। পৌর জামায়াতের ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠু ও নাগরিক কমিটির সদস্য রুনু বেগম চাল বিতরণে অংশ নিচ্ছিলেন।

এ সময়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির মিয়ার ছেলে কামরুল ও আঃ রবের ছেলে শুভর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল সেখানে উপস্থিত হয়ে মিঠু ও রুনু বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে মিঠুর ওপর হামলা চালায়। এতে মিঠু  আহত হন এবং পৌর ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হামলার কারণে চাল বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

হামলার পরদিন, ৪ জুন বিকেলে জামায়াত নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেন এবং বানারীপাড়া প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে জামায়াত নেতৃবৃন্দ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে বলেন, “এটি একটি পরিকল্পিত হামলা। হামলাকারী কামরুল, শুভসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করবে।’
এ সময় উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মো. মোকাম্মেল হক মোজাম্মেল, পৌর জামায়াত আমীর মো. কাওসার হোসেন, বায়তুল মাল সম্পাদক মো. জুয়েল, হামলার শিকার ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠু এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুর রব প্রমুখ।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা জানান, “হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এই সন্ত্রাসী দল পূর্বেও এমন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে অতীতেও নিরীহ মানুষের ওপর হামলার অভিযোগ রয়েছে। বহুবার তারা স্থানীয় বাসিন্দাদের গালাগালি, হুমকি ও শারীরিক নিপীড়নের মাধ্যমে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। তাদের আচরণে পরিষ্কারভাবে দাপট ও আইনকে তোয়াক্কা না করার প্রবণতা দেখা যায়। এলাকাবাসীর দাবি, প্রশাসন যেন অবিলম্বে বিষয়টির তদন্ত করে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে। জনগণ চায়, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক এবং কেউ যেন আর এভাবে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দেখাতে না পারে।