ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন জগন্নাথপুরবাসী। তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য ও স্লোগানের প্রতিবাদে মহানগরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামিলীগ নেতা লোকমান বিএনপি নাম ভাঙ্গিয়ে পায়দা লোটার চেষ্টা  রাজশাহী নগরীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে মজিবর রহমান মজু’কে চাইছে ভালুকাবাসী  রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা জুলাই শহীদদের স্মরণে মুন্সিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশালে চাঁদাবাজি সহ একাধিক মামলা ! তদন্তে পুলিশ গৃহ ছারছেন সাংবাদিক 

বুড়িচংয়ে পশুর হাটে জমে উঠছে বেচাকেনা 

বুড়িচংয়ে পশুর হাটে জমে উঠছে বেচাকেনা 

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং। আর কয়দিন পরেই কোরবানির ঈদ। এবারের ঈদকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জমে উঠেছে পশুর হাট ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হাট প্রাঙ্গন এমন কি সারা বছরেও যে হাট গুলোতে গরু/ছাগল ক্রয় বিক্রয় দেখা মিলে না সেই বাজারেও দেখা মিলছে কোরবানীর পশু।

বাজারে গরু কিনতে আসা নাজমুল হাসান জানান, বড় গরুর চেয়ে মাঝারি গরুর দাম বেশি হাটে এসেছি গরু কিনতে কিন্তু এখনও পছন্দমত গরু পাইনি তবে দেখি না হলে অন্য হাটে যাব।

হাটে আসা গরুর পাইকার রুবেল জানান, আমদানির উপরে গরুর দামটা কিছু নির্ভর করে এবার বাজার গুলোতে গরুর আমদানি বেশি তবে গরুর দাম অনেকটাই স্বাভাবিক রয়েছে। বুধবার বুড়িচং আরাগ রোড হাটে গরু কেনা-বেচায় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে সেখানে আগত ক্রেতা-বিক্রেতাদের।

সকালেই গরু ও ছাগল নিয়ে হাজির হন বেপারি, খামারি ও গৃহস্থরা। হাটে প্রচুর গরু দেখা গেলেও বিক্রি তুলনামূলক কম বলে জানিয়েছেন খামারিরা।

মিজানুর রহমান নামে এক পাইকার গরু বিক্রেতা বলেন “এই হাটে গরু সরবরাহ বেশ ভালো। কোনো ধরনের সংকট নেই। ক্রেতাদেরও আনাগোনা আছে। তবে দাম মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে।

এক গরুর খামারি সফিক বলেন “গরুর চিকিৎসা/ওষুধ খাবার ও লালন-পালনে অনেক টাকা খরচ হয়। গরুর দাম যদি ভালো না পাওয়া যায়, তাহলে খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।


কোরবানির পশু হাটগুলোতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান, 
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক।

হাট ইজারাদার সূত্রে জানা যায়, হাট গুলিতে গরুর সুস্থতা যাচাইয়ের জন্য প্রাণীসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছেন ও জাল টাকা পরীক্ষার জন্য ব্যাংক প্রতিনিধি নিয়োজিত রয়েছেন।

 

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বুড়িচংয়ে পশুর হাটে জমে উঠছে বেচাকেনা 

আপডেট সময় ০৪:২৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং। আর কয়দিন পরেই কোরবানির ঈদ। এবারের ঈদকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে জমে উঠেছে পশুর হাট ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হাট প্রাঙ্গন এমন কি সারা বছরেও যে হাট গুলোতে গরু/ছাগল ক্রয় বিক্রয় দেখা মিলে না সেই বাজারেও দেখা মিলছে কোরবানীর পশু।

বাজারে গরু কিনতে আসা নাজমুল হাসান জানান, বড় গরুর চেয়ে মাঝারি গরুর দাম বেশি হাটে এসেছি গরু কিনতে কিন্তু এখনও পছন্দমত গরু পাইনি তবে দেখি না হলে অন্য হাটে যাব।

হাটে আসা গরুর পাইকার রুবেল জানান, আমদানির উপরে গরুর দামটা কিছু নির্ভর করে এবার বাজার গুলোতে গরুর আমদানি বেশি তবে গরুর দাম অনেকটাই স্বাভাবিক রয়েছে। বুধবার বুড়িচং আরাগ রোড হাটে গরু কেনা-বেচায় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে সেখানে আগত ক্রেতা-বিক্রেতাদের।

সকালেই গরু ও ছাগল নিয়ে হাজির হন বেপারি, খামারি ও গৃহস্থরা। হাটে প্রচুর গরু দেখা গেলেও বিক্রি তুলনামূলক কম বলে জানিয়েছেন খামারিরা।

মিজানুর রহমান নামে এক পাইকার গরু বিক্রেতা বলেন “এই হাটে গরু সরবরাহ বেশ ভালো। কোনো ধরনের সংকট নেই। ক্রেতাদেরও আনাগোনা আছে। তবে দাম মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে।

এক গরুর খামারি সফিক বলেন “গরুর চিকিৎসা/ওষুধ খাবার ও লালন-পালনে অনেক টাকা খরচ হয়। গরুর দাম যদি ভালো না পাওয়া যায়, তাহলে খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।


কোরবানির পশু হাটগুলোতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান, 
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক।

হাট ইজারাদার সূত্রে জানা যায়, হাট গুলিতে গরুর সুস্থতা যাচাইয়ের জন্য প্রাণীসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছেন ও জাল টাকা পরীক্ষার জন্য ব্যাংক প্রতিনিধি নিয়োজিত রয়েছেন।