ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বজ্রপাতরোধে গৌরনদীতে বিনামূল্যে তালচারা-কীটনাশক বিতরন অনুষ্ঠান।   বোয়ালখালীতে ৩ ফার্মেসিকে জরিমানা, ১টি সিলগালা। শিক্ষকদের হৃত গৌরব পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে – সালমা ইসলাম বোয়ালখালীতে অটোরিকশার ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৫ অপরিকল্পিত উন্নয়নে জলাবদ্ধ পটুয়াখালী, বর্ষায় জনভোগান্তি চরমে অসুস্থ সাংবাদিক শাহজাহান খানকে দেখতে গেলেন অধ্যক্ষ বাবরসহ জামায়াত নেতৃবৃন্দ অশ্লীলতার অভিযোগে ব্যাচেলর পয়েন্টের ৬ জনকে আইনি নোটিশ অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছে তারা বীর মুক্তিযোদ্ধাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে – আব্দুস সবুর ফকির। জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের তৃণমূল দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত  হিজলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ 

ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত তানোরের পশুর হাট প্রাঙ্গন

ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত তানোরের পশুর হাট প্রাঙ্গন

 

দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে : আর কয়দিন পরেই কোরবানির ঈদ। এবারের ঈদকে সামনে রেখে রাজশাহী তানোরে জমে উঠেছে পশুর হাট ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হাট প্রাঙ্গন এমন কি সারা বছরেও যে হাট গুলোতে গরু/ছাগল ক্রয় বিক্রয় দেখা মিলে না সেই বাজারেও দেখা মিলছে কোরবানীর পশু।

তানোরের পশুর হাট মানেই মুন্ডুমালা পৌরসভার ঐতিহ্যবাহী গরুর হাট। তবে বেশ কয়েক বছর যাবৎ কোরবানি ঈদ আসলেই তানোর সদর গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে বসে গরুর হাট ঈদের প্রায়  ২০/২৫ দিন আগে থেকে বসে এই গরুর হাট সপ্তাহে দুই দিন শুক্রবার ও মঙ্গলবার বসে এই গরু ও ছাগলের হাট দুপুর ১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয় গরু ও ছাগল তবে অন্যান্য বছরের চেয়ে এ বছরে তানোর বাজারে দেশিও ষাঁড়, গাভী, ছাগল ও ভেড়ার সংখ্যা অনেক বেশি পাশাপাশি ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি চোখে লাগার মত।

তানোর বাজারে গরু কিনতে আসা মন্জুর রহমান জানান, বড় গরুর চেয়ে মাঝারি গরুর দাম বেশি হাটে এসেছি গরু কিনতে কিন্তু এখনও পছন্দমত গরু পাইনি তবে দেখি না হলে অন্য হাটে যাব তবে গত বছরের চেয়ে এবার দাম একটু বেশি।

তানোরের হাটে আসা গরুর পাইকার রুবেল জানান, আমদানির উপরে গরুর দামটা কিছু নির্ভর করে এবার বাজার গুলোতে গরুর আমদানি বেশি তবে গরুর দাম অনেকটাই স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, তানোরের ঐতিহ্যবাহী মুন্ডুমালা পৌরসভার গরুর হাট সপ্তাহের প্রতি সোমবার বসে গত সোমবার সরজমিনে হাটে দেখা মিলছে, পশু কেনাবেচায় ব্যস্ত সময় পর করছিলেন ক্রেতা-বিক্রেতারা।ঈদ দরজায় কড়া নাড়ছে। ফলে ঈদের শেষ হাট ছিলো সেদিন ক্রেতা-বিক্রেতার এক বিশাল মিলনমেলায় জনসমাগম ছিল হাট জুড়ে।

সোমবার দিনভর মুন্ডুমালা হাটে গরু কেনা-বেচায় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে সেখানে আগত ক্রেতা-বিক্রেতাদের। সকালেই কয়েক হাজার গরু ও ছাগল নিয়ে হাজির হন বেপারি, খামারি ও গৃহস্থরা। হাটে প্রচুর গরু দেখা গেলেও বিক্রি তুলনামূলক কম বলে জানিয়েছেন খামারিরা।

আনারুল ইসলাম নামে এক পাইকার গরু বিক্রেতা বলেন “এই হাটে গরু সরবরাহ বেশ ভালো। কোনো ধরনের সংকট নেই। ক্রেতাদেরও আনাগোনা আছে। তবে দাম খুব বেশি ভালো পাওয়া যাচ্ছে না।”

এক গরুর খামারি আক্ষেপ করে বলেন “গরুর চিকিৎসা/ওষুধ খাবার ও লালন-পালনে অনেক টাকা খরচ হয়। গরুর দাম যদি ভালো না পাওয়া যায়, তাহলে খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মুন্ডুমালা পশুর হাটে গরুর পাশাপাশি হাজার হাজার ক্রেতা ও বিক্রেতা এসেছিলেন ছাগল ও ভেড়া কিনতে অন্যান্য বছরের চেয়ে এবার ছাগল ও ভেড়ার দাম তুলনামূলক কম বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।  

কোরবানির পশু হাটগুলোতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)আবজাল হোসেন।

হাট ইজারাদার সূত্রে জানা যায়, হাট গুলিতে গরুর সুস্থতা যাচাইয়ের জন্য প্রাণীসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছেন ও জাল টাকা পরীক্ষার জন্য ব্যাংক প্রতিনিধি নিয়োজিত রয়েছেন।

 

 

 

 

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

বজ্রপাতরোধে গৌরনদীতে বিনামূল্যে তালচারা-কীটনাশক বিতরন অনুষ্ঠান।  

ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত তানোরের পশুর হাট প্রাঙ্গন

আপডেট সময় ১১:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

 

দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে : আর কয়দিন পরেই কোরবানির ঈদ। এবারের ঈদকে সামনে রেখে রাজশাহী তানোরে জমে উঠেছে পশুর হাট ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হাট প্রাঙ্গন এমন কি সারা বছরেও যে হাট গুলোতে গরু/ছাগল ক্রয় বিক্রয় দেখা মিলে না সেই বাজারেও দেখা মিলছে কোরবানীর পশু।

তানোরের পশুর হাট মানেই মুন্ডুমালা পৌরসভার ঐতিহ্যবাহী গরুর হাট। তবে বেশ কয়েক বছর যাবৎ কোরবানি ঈদ আসলেই তানোর সদর গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে বসে গরুর হাট ঈদের প্রায়  ২০/২৫ দিন আগে থেকে বসে এই গরুর হাট সপ্তাহে দুই দিন শুক্রবার ও মঙ্গলবার বসে এই গরু ও ছাগলের হাট দুপুর ১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয় গরু ও ছাগল তবে অন্যান্য বছরের চেয়ে এ বছরে তানোর বাজারে দেশিও ষাঁড়, গাভী, ছাগল ও ভেড়ার সংখ্যা অনেক বেশি পাশাপাশি ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি চোখে লাগার মত।

তানোর বাজারে গরু কিনতে আসা মন্জুর রহমান জানান, বড় গরুর চেয়ে মাঝারি গরুর দাম বেশি হাটে এসেছি গরু কিনতে কিন্তু এখনও পছন্দমত গরু পাইনি তবে দেখি না হলে অন্য হাটে যাব তবে গত বছরের চেয়ে এবার দাম একটু বেশি।

তানোরের হাটে আসা গরুর পাইকার রুবেল জানান, আমদানির উপরে গরুর দামটা কিছু নির্ভর করে এবার বাজার গুলোতে গরুর আমদানি বেশি তবে গরুর দাম অনেকটাই স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, তানোরের ঐতিহ্যবাহী মুন্ডুমালা পৌরসভার গরুর হাট সপ্তাহের প্রতি সোমবার বসে গত সোমবার সরজমিনে হাটে দেখা মিলছে, পশু কেনাবেচায় ব্যস্ত সময় পর করছিলেন ক্রেতা-বিক্রেতারা।ঈদ দরজায় কড়া নাড়ছে। ফলে ঈদের শেষ হাট ছিলো সেদিন ক্রেতা-বিক্রেতার এক বিশাল মিলনমেলায় জনসমাগম ছিল হাট জুড়ে।

সোমবার দিনভর মুন্ডুমালা হাটে গরু কেনা-বেচায় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে সেখানে আগত ক্রেতা-বিক্রেতাদের। সকালেই কয়েক হাজার গরু ও ছাগল নিয়ে হাজির হন বেপারি, খামারি ও গৃহস্থরা। হাটে প্রচুর গরু দেখা গেলেও বিক্রি তুলনামূলক কম বলে জানিয়েছেন খামারিরা।

আনারুল ইসলাম নামে এক পাইকার গরু বিক্রেতা বলেন “এই হাটে গরু সরবরাহ বেশ ভালো। কোনো ধরনের সংকট নেই। ক্রেতাদেরও আনাগোনা আছে। তবে দাম খুব বেশি ভালো পাওয়া যাচ্ছে না।”

এক গরুর খামারি আক্ষেপ করে বলেন “গরুর চিকিৎসা/ওষুধ খাবার ও লালন-পালনে অনেক টাকা খরচ হয়। গরুর দাম যদি ভালো না পাওয়া যায়, তাহলে খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মুন্ডুমালা পশুর হাটে গরুর পাশাপাশি হাজার হাজার ক্রেতা ও বিক্রেতা এসেছিলেন ছাগল ও ভেড়া কিনতে অন্যান্য বছরের চেয়ে এবার ছাগল ও ভেড়ার দাম তুলনামূলক কম বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।  

কোরবানির পশু হাটগুলোতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)আবজাল হোসেন।

হাট ইজারাদার সূত্রে জানা যায়, হাট গুলিতে গরুর সুস্থতা যাচাইয়ের জন্য প্রাণীসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছেন ও জাল টাকা পরীক্ষার জন্য ব্যাংক প্রতিনিধি নিয়োজিত রয়েছেন।