নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমির সুরক্ষিত মালিক হই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ভূমি মেলা ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। রবিবার (২৫ মে) সকাল ১১:টায় উপজেলা ভূমি অফিসের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলার ভূমি অফিসের কাছে সড়ক প্রদক্ষিণ করে।
এসময় প্রধান অতিথি ছিলেন, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, সঞ্চালন করেন ইউনিয়ন (ভূমি) সহকারী কমিশনার আজিজুল হক,পবিত্র কুরআন তেলাওয়াত করেন আলআমিন,গীতা পাঠ করেন টিপু শিল।
এ সময় ভূমি সেবা সপ্তাহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, নান্দাইল বাজার কমিটির সভাপতি হাফেজ মোঃ ফজলুল হক, সাবেক পৌরসভার মেয়র আজিজুল ইসলাম পিকুল, জামাতের সভাপতি সামছুউদ্দিন, বিএনপি নেতা কামরুজ্জামান খোকন, সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক হান্নান মাহমুদ, বক্তব্যে সহকারী কমিশনার ফয়জুর রহমান বলেন, ভূমি উন্নয়ন কর প্রদানের অভ্যাস গড়ে তোলা এবং ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই ভূমি মেলা’র আয়োজন।
এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হয়। যেখানে জনগণকে অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা, নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি কর প্রদান সম্পর্কিত নানা তথ্য প্রদান করা হয়।
সে সম্পর্কে: প্রধান অতিথি তার বক্তব্যে, ভূমি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদানের পাশাপাশি জনগণকে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদানসহ ক্রয়কৃত জমির নামজারি সম্পন্ন করার আহবান জানান। তিনি ভূমি মেলায় স্থাপিত সেবামূলক স্টল পরিদর্শনপূর্বক জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন।
মেলাটি আয়োজন করেছে উপজেলা ভূমি অফিস, নান্দাইল। সহযোগিতায় ছিলো ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।