ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় ব্লক প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনের উদ্বোধন আনন্দ বাজারে ইউপি সদস্যের দূর্নীতির বিরুদ্ধে ও অপসারণরে দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ফুলবাড়ীতে সন্ত্রাসী চাঁদা বাজদের বিরুদ্ধে রশিদপুর গ্রামবাসীর ঘন্টা ব্যাপি মানববন্ধন নওগাঁর ওষুধ কোম্পানির দৌরাত্ম্য রোগীদের কাছে হয়ে উঠেছে গলার কাটা  রাষ্ট্রদূত মুসফিকুল ফজল আনসারীর পিতার মৃত্যুতে মিফতাহ সিদ্দিকীর শোক প্রকাশ বেলকুচিতে বিষাক্ত এ্যালকোহল পানে ২ জনের মৃত্যু ১ জন গুরুতর অসুস্থ  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন  জগন্নাথপুরে পুলিশের ‘‘অপারেশন ডেভিল হান্ট’’ অভিযানে জেলা ছাত্রলীগ নেতা মাহিন গ্রেফতার আলফাডাঙ্গায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন তিতুমীর কলেজের সামনে ছাত্রদল নেতার উপর হামলা, অভিযোগ অস্বীকার সদস্য সচিবের 

তিতুমীর কলেজের সামনে ছাত্রদল নেতার উপর হামলা, অভিযোগ অস্বীকার সদস্য সচিবের 

তিতুমীর কলেজের সামনে ছাত্রদল নেতার উপর হামলা, অভিযোগ অস্বীকার সদস্যসচিবের 

 

সাইফ আহমেদ, বিশেষ প্রতিবেদক: সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার বিরুদ্ধে।

বুধবার (৭ মে) দুপুর ১টার দিকে কলেজের মূল ফটকের সামনে শাকিল চত্বরে এই ঘটনা ঘটে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার নির্দেশে আমার ওপর হামলা হয়েছে। কারণ আমি উনাকে দেখে সালাম দিতাম, ভালো খবর জিজ্ঞেস করতাম, তাই উনি ভেবে নিয়েছে আমি উনার কোরামের।

এখন উনি আমার ওপর হামলা করেছে, আমি কেন শহিদুল ভাইয়ের সাথে চলি। কেন আমি তার সাথে যাই না, তাই আমার উপর উনি পোলাপান পাঠিয়ে হামলা করেছে। আমার হাতের ওপর অনেকগুলো কিল-ঘুষি দিয়েছে। আমার হাত এখনো অবস হয়ে আছে।’

প্রত্যক্ষদর্শী শরিফুল হোসাইন জানান, আমরা তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. শহিদুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে ক্যাম্পাসে শোডাউন শেষে শাকিল চত্বরে আসলে, ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার নির্দেশে তার অনুসারী যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদের নেতৃত্বে, যুগ্ম আহ্বায়ক সোহাগ রানা শুভ, আহ্বায়ক কমিটির সদস্য রাকিব হাসান, মো. রেজাউল করিম, শহীদ মামুন হলের ১ নম্বর সহসভাপতি রকুনুজ্জামান রাকিব, আক্কাসুর রহমান আঁখি হলের সভাপতি মোহাম্মদ ত্ব-হা আকন্দ, শহীদ মামুন হলের সভাপতি আফ্রিদি খন্দকার  ভুক্তভোগীর ওপর হামলা করে। জাহাঙ্গীর সদস্যসচিব সেলিম রেজার রাজনীতিতে অংশ না নেওয়ার কারণে তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে একজন প্রত্যক্ষদর্শী সুমন আহমেদ এর ফেসবুকে দেওয়া স্ট্যাটাস আংশিক তুলে ধরা হলো-

“অযোগ্যদের হাতে সংগঠনের নেতৃত্ব গেলে, তাদের কাছে নিজ দলের কমীরা ও নিরাপদ থাকে নাহ।
আজকে সেটাই প্রমান করলেন তিতুমীর কলেজ ছাত্রদলের  অতি হ্মমতাবান সদস্য সচিব। (সেলিম রেজা)।

ছাত্রদল করা একটা ছেলেকে মারার জন্য আপনি আজকে সহ তিন (৩) দিন তারে উঠিয়ে নিতে আপনার লোক পাঠিয়েছেন, অবশেষে আজকে নিতে নাহ পারলেও তার উপর হামলা করালেন।

আপনি যে তাদের পাঠিয়েছেন এটা আমার কথা নাহ, যাদের পাঠিয়েছেন তারাই বলে গেছে, আপনি বলার পরই তারা বার বার আসছে, তাকে উঠিয়ে নিতে।।
আমি আপনার পাঠানো লোক গুলো থেকে বেশি অপরাধী আপনাকেই মনে করি কেননা আপনি এই একটা ঘটনা নিয়ে বার বার তাদের কে ম্যনুপুলেট করেছেন এবং আপনি কাউকে মারতে পারাটাকেই নিজের হেডাম মনে করেন। (এটার প্রমান ও আমার কাছে আছে)।

এটাই আপনাদের রাজনীতি, এই রাজনীতি দিয়ে আপনারা সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে কি দিবেন।


আজকের ঘটনায় মহাখালী টাওয়ারে চাকরি করা, 
একটা ছেলে ভিডিও ধারন করেছে এই অভিযোগে, আপনার ছেলেরা ওই ছেলেকে যেই ভাবে পারছে মেরেছে। এটা কোনো মিথ্যা অভিযোগ নাহ শাকিল চত্তরের প্রত্যেকটা দোকানদার এই ঘটনার শাহ্মী, (কেউ প্রমান করতে চাইলে যেতে পারেন) এইখানে ওই ছেলের দোষটা কি ছিলো ওই ছেলের কাছে সহ তার পরিবার, বন্ধু-বান্ধবের কাছে কি মেসেজ দিলেন আপনারা।

তবে অভিযোগ অস্বীকার করে তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা বলেন, ‘এই রকম কোন ঘটনাই ঘটেনি, এগুলো মিথ্যা অভিযোগ, সব কিছুই মিথ্যা।’

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় ব্লক প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনের উদ্বোধন

তিতুমীর কলেজের সামনে ছাত্রদল নেতার উপর হামলা, অভিযোগ অস্বীকার সদস্য সচিবের 

আপডেট সময় ০৫:২৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

 

সাইফ আহমেদ, বিশেষ প্রতিবেদক: সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার বিরুদ্ধে।

বুধবার (৭ মে) দুপুর ১টার দিকে কলেজের মূল ফটকের সামনে শাকিল চত্বরে এই ঘটনা ঘটে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার নির্দেশে আমার ওপর হামলা হয়েছে। কারণ আমি উনাকে দেখে সালাম দিতাম, ভালো খবর জিজ্ঞেস করতাম, তাই উনি ভেবে নিয়েছে আমি উনার কোরামের।

এখন উনি আমার ওপর হামলা করেছে, আমি কেন শহিদুল ভাইয়ের সাথে চলি। কেন আমি তার সাথে যাই না, তাই আমার উপর উনি পোলাপান পাঠিয়ে হামলা করেছে। আমার হাতের ওপর অনেকগুলো কিল-ঘুষি দিয়েছে। আমার হাত এখনো অবস হয়ে আছে।’

প্রত্যক্ষদর্শী শরিফুল হোসাইন জানান, আমরা তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. শহিদুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে ক্যাম্পাসে শোডাউন শেষে শাকিল চত্বরে আসলে, ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার নির্দেশে তার অনুসারী যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদের নেতৃত্বে, যুগ্ম আহ্বায়ক সোহাগ রানা শুভ, আহ্বায়ক কমিটির সদস্য রাকিব হাসান, মো. রেজাউল করিম, শহীদ মামুন হলের ১ নম্বর সহসভাপতি রকুনুজ্জামান রাকিব, আক্কাসুর রহমান আঁখি হলের সভাপতি মোহাম্মদ ত্ব-হা আকন্দ, শহীদ মামুন হলের সভাপতি আফ্রিদি খন্দকার  ভুক্তভোগীর ওপর হামলা করে। জাহাঙ্গীর সদস্যসচিব সেলিম রেজার রাজনীতিতে অংশ না নেওয়ার কারণে তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে একজন প্রত্যক্ষদর্শী সুমন আহমেদ এর ফেসবুকে দেওয়া স্ট্যাটাস আংশিক তুলে ধরা হলো-

“অযোগ্যদের হাতে সংগঠনের নেতৃত্ব গেলে, তাদের কাছে নিজ দলের কমীরা ও নিরাপদ থাকে নাহ।
আজকে সেটাই প্রমান করলেন তিতুমীর কলেজ ছাত্রদলের  অতি হ্মমতাবান সদস্য সচিব। (সেলিম রেজা)।

ছাত্রদল করা একটা ছেলেকে মারার জন্য আপনি আজকে সহ তিন (৩) দিন তারে উঠিয়ে নিতে আপনার লোক পাঠিয়েছেন, অবশেষে আজকে নিতে নাহ পারলেও তার উপর হামলা করালেন।

আপনি যে তাদের পাঠিয়েছেন এটা আমার কথা নাহ, যাদের পাঠিয়েছেন তারাই বলে গেছে, আপনি বলার পরই তারা বার বার আসছে, তাকে উঠিয়ে নিতে।।
আমি আপনার পাঠানো লোক গুলো থেকে বেশি অপরাধী আপনাকেই মনে করি কেননা আপনি এই একটা ঘটনা নিয়ে বার বার তাদের কে ম্যনুপুলেট করেছেন এবং আপনি কাউকে মারতে পারাটাকেই নিজের হেডাম মনে করেন। (এটার প্রমান ও আমার কাছে আছে)।

এটাই আপনাদের রাজনীতি, এই রাজনীতি দিয়ে আপনারা সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে কি দিবেন।


আজকের ঘটনায় মহাখালী টাওয়ারে চাকরি করা, 
একটা ছেলে ভিডিও ধারন করেছে এই অভিযোগে, আপনার ছেলেরা ওই ছেলেকে যেই ভাবে পারছে মেরেছে। এটা কোনো মিথ্যা অভিযোগ নাহ শাকিল চত্তরের প্রত্যেকটা দোকানদার এই ঘটনার শাহ্মী, (কেউ প্রমান করতে চাইলে যেতে পারেন) এইখানে ওই ছেলের দোষটা কি ছিলো ওই ছেলের কাছে সহ তার পরিবার, বন্ধু-বান্ধবের কাছে কি মেসেজ দিলেন আপনারা।

তবে অভিযোগ অস্বীকার করে তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা বলেন, ‘এই রকম কোন ঘটনাই ঘটেনি, এগুলো মিথ্যা অভিযোগ, সব কিছুই মিথ্যা।’