ঢাকা , বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালাকোটের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে -মোহাম্মদ সেলিম উদ্দিন। চট্টগ্রামে দক্ষিণে বিএনপিতে ৫৪ জনের কমিটি গঠন বুড়িচংয়ে দিনে যুবলীগ নেতার নেতৃত্বে সাবেক সেনা সদস্যের বাড়ি-ঘরে হামলা লুটপাট, রাতে আগুন বাবুগঞ্জে বাহেরচরে নদীর বাঁধ পরিবর্তন করে অন্যত্র সরিয়ে নেয়াকে কেন্দ্র করে মানববন্ধন খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে কুবি ছাত্রদলের কেক কাটা ও মিষ্টি বিতরণ ঢাকায় বেগম খালেদা জিয়াকে স্বাগত জানালেন সিরাজগঞ্জ বিএনপির নেতারা পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু খালেদা জিয়ার দেশে ফেরায় বাকৃবি ছাত্রদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কোটালীপাড়ায় ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায়, শিক্ষককে গণধোলাই। শাপলা ও জুলাই বিপ্লবে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এইজন্য বিক্ষোভ করেছে যুব মজলিস ঢাকা জেলা উত্তর।

সিলেটের সোবহানীঘাট থেকে পিকাপ গাড়ি চুরি : থানায় মামলা দায়ের

সিলেটের সোবহানীঘাট থেকে পিকাপ গাড়ি চুরি : থানায় মামলা দায়ের

 

স্টাফ রিপোর্টার, সিলেট নগরিরর সোবহানীঘাট কাচাঁ বাজার ওয়েসিস হাসপাতালের সামন থেকে একটি পিকাপ গাড়ি চুরি হয়েছে।

গাড়ির মালিক আমিনুল ইসলাম সুমন বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ৯, তারিখ ০৬/০৫/২০২৫ইং। আমিনুল ইসলাম সুমন দক্ষিণ সুরমার কদমতলীতে বসবাসকারী মো. কামাল হোসেনের পুত্র।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, পিকাপ গাড়ি যার মডেল নং- TATA DI EX 207. রেজি ঢাকা মেট্রো-ন-১৫-৪৭৯৬, চেসিস নং- MAT374441HSR14473, ইঞ্জিন নং- 497SP27KSY635475, গত ০১/০৫/২০২৫ ইং তারিখে গাড়ির চালক তৈয়বুর রহমান (২৮) সিলেট কালিঘাট হতে আখালিয়াতে মালামাল ভর্তি গাড়ি নিয়ে গেলে পরবর্তীতে সেখান থেকে আসার পর সিলেট কোতোয়ালী থানাধীন সোবহানীঘাট কাচাঁ বাজার ওয়েসিস হাসপাতালের সামনে নির্দিষ্ট জায়গায় প্রতিদিনের মতো গাড়ি রেখে যায়। পরে শুক্রবার ০৩/০৫/২০২৫ ইং তারিখে দিবাগত রাত অনুমান ০১.৪৫ মিনিটের সময় অজ্ঞাতনামা কে বা কারা গাড়িটি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আমিনুল ইসলাম সুমনের মুঠোফোনে ফোন করে বলে গাড়িটি ফেরত পেতে চাইলে পঞ্চাশ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য বলে ।

থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা সোবহানী পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই আবু বক্কর জানান, গাড়ি চুরির মামলা থানায় রেকর্ড হয়েছে, চুরির সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে, এ ছাড়া মোবাইল নাম্বার ট্রাকিং এর মাধ্যমে গাড়ির চুর ও গাড়ি উদ্ধারের জন্য পুলিশ সব ধরণের আইনি ব্যবস্থা অব্যাহত রেখেছে।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

বালাকোটের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে -মোহাম্মদ সেলিম উদ্দিন।

সিলেটের সোবহানীঘাট থেকে পিকাপ গাড়ি চুরি : থানায় মামলা দায়ের

আপডেট সময় ১০:৪৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

 

স্টাফ রিপোর্টার, সিলেট নগরিরর সোবহানীঘাট কাচাঁ বাজার ওয়েসিস হাসপাতালের সামন থেকে একটি পিকাপ গাড়ি চুরি হয়েছে।

গাড়ির মালিক আমিনুল ইসলাম সুমন বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ৯, তারিখ ০৬/০৫/২০২৫ইং। আমিনুল ইসলাম সুমন দক্ষিণ সুরমার কদমতলীতে বসবাসকারী মো. কামাল হোসেনের পুত্র।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, পিকাপ গাড়ি যার মডেল নং- TATA DI EX 207. রেজি ঢাকা মেট্রো-ন-১৫-৪৭৯৬, চেসিস নং- MAT374441HSR14473, ইঞ্জিন নং- 497SP27KSY635475, গত ০১/০৫/২০২৫ ইং তারিখে গাড়ির চালক তৈয়বুর রহমান (২৮) সিলেট কালিঘাট হতে আখালিয়াতে মালামাল ভর্তি গাড়ি নিয়ে গেলে পরবর্তীতে সেখান থেকে আসার পর সিলেট কোতোয়ালী থানাধীন সোবহানীঘাট কাচাঁ বাজার ওয়েসিস হাসপাতালের সামনে নির্দিষ্ট জায়গায় প্রতিদিনের মতো গাড়ি রেখে যায়। পরে শুক্রবার ০৩/০৫/২০২৫ ইং তারিখে দিবাগত রাত অনুমান ০১.৪৫ মিনিটের সময় অজ্ঞাতনামা কে বা কারা গাড়িটি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আমিনুল ইসলাম সুমনের মুঠোফোনে ফোন করে বলে গাড়িটি ফেরত পেতে চাইলে পঞ্চাশ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য বলে ।

থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা সোবহানী পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই আবু বক্কর জানান, গাড়ি চুরির মামলা থানায় রেকর্ড হয়েছে, চুরির সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে, এ ছাড়া মোবাইল নাম্বার ট্রাকিং এর মাধ্যমে গাড়ির চুর ও গাড়ি উদ্ধারের জন্য পুলিশ সব ধরণের আইনি ব্যবস্থা অব্যাহত রেখেছে।