মুলাদী প্রতিনিধি। বরিশালের মুলাদী উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মুলাদী উপজেলার বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদ অডিটোরিয়ামে সকাল ১০ ঘটিকায় ১লা মে বৃহস্পতিবার শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি মোঃ আলাউদ্দিন প্যাদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর। অতিথি ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম, মুলাদী উপজেলা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ আবু ছালেহ, উপজেলা উপদেষ্টা ডা. মাওলানা মোঃ মোর্শেদ আলম, মাওলানা মোঃ আব্দুল মোতালেব, অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ, মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, প্রভাষক মু. দিদারুল আহসান, অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, মোঃ সানাউল্লাহ সাজিদ ও মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ। সমাবেশ শেষে শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের নিয়ে একটি র্যালী বের করে পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হল রুমে এসে সমাবেশের সমাপ্তি করা হয়।