স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার
কিশোরগঞ্জের-উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনের দুটি হাওরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।
২৮ এপ্রিল সোমবার সকালে উপজেলার অষ্ট্রগ্রামের কলমা ইউনিয়ন ও আব্দুল্লাপুর ইউনিয়ন খয়েরপুর হাওরে এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, অষ্ট্রগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতিন্দ দাসের ছেলে ইন্দ্রজিত দাস (২৮), আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪) এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশ্রব আলীর স্ত্রী ফুলেছা বেগম।
অষ্টগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ও মিঠামইন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।