মোঃ নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : গত পহেলা বৈশাখের বর্ষবরণ শোভাযাত্রায় ‘ফ্যাসিস্ট মুখাকৃতি নির্মাণে কারণে, মানিকগঞ্জের ভাস্কর্যশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে দূর্বৃত্তরা, মঙ্গলবার রাত ৩টার দিকে ঘটনা ঘটে, বুধবার, সকালে জেলা পুলিশের সাথে মানিকগঞ্জ জেলা বিএনপির নেত্রী (সভাপতি) আফরোজা খান রিতা সহ বিভিন্ন অঙ্গ সংগঠন দল ঘটনা স্থান পরিষদ করেন।
এবং চিত্র শিল্পী মানবেন্দ্র ঘোষ ও পরিবারের সাথে কথা বলেন, জেলা পুলিশের সাথে তিনিও ঘড় তৈরি করার আশাষ দেন।
এই দিকে, পুলিশের চেষ্টায় মানিকগঞ্জে, মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় জড়িত থাকা ৬ জনকে আটক করেছে পুলিশ।
তার হলো, ১। আল আমিন তমাল (২২), অর্থ বিষয়ক সম্পাদক, সদর উপজেলা ছাত্রলীগ। ২। মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ। ৩। বাবুল হোসেন (৫৪), ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ। ৪।মীর মারুফ(২১), পদবী নাই। ৫| আমিনুর রহমান (২৪) ও খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮) ছাত্র লীগের নেতা।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, আটককৃত দের মধ্যে খান মোহাম্মদ রাফি ওরফে সিজন, গতকাল রাতে অগ্নিসংযোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্টাটাস দিয়েছিল, মিশন কমপ্লিট। আশা করা যাচ্ছে তাঁর কাছ থেকে অগ্নিসংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
বাকিদের জিজ্ঞাসাবাদ অব্যা’হত থাকবে, ঘটনার সাথে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
এদিকে জেলা বিএনপির সকল নেতা কর্মী ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।