এমন বার্তার হুশিয়ারী দিলেন বদরগঞ্জ পৌর যুববিভাগের৷ নেতা শাহ মো রাকিব। ১৪ এপ্রিল সোমবার পৌরশহরে মিতারোডে পহেলা বৈশাখ উপলক্ষে মডার্ন কালচারাল একাডেমি পরিচালক শাহ মো রাকিব এর আহবানে আনন্দ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সুচনায় বক্তব্য রাখেন, উক্ত অনুষ্ঠান পৌর পরিচালক ও যুব বিভাগের সেক্রেটারি শাহ মো রাকিব।
তিনি বলেন, দীর্ঘ ১৩ বছর থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের মিথ্যা ষড়যন্ত্র মামলায় বদরগঞ্জ তারাগঞ্জ নয়নমনি প্রাণ প্রিয় নেতা এটিএম আজারুল ইসলাম কারাবন্দী হয়ে আছে।
তাই আগামী ২২ এপ্রিল আপিল রায় রয়েছে। আশা করে মহামান্য আদালত তাকে মুক্তি দিবে। আর যদি মুক্তি নিয়ে গড়িমসি করে তাহলে পরের দিন থেকে কেন্দ্রের নির্দেশে বদরগঞ্জ সহ সারাদেশে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য মর্ডান কালচারাল একাডেমি উপজেলার পরিচালক জনাব মো: আব্দুস সালাম।