ঢাকা , মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনিক পদে নিয়োগকে কেন্দ্র করে ইবির উপাচার্য কার্যালয়ে হট্টগোল রাঙ্গাবালীতে সংরক্ষিত বনে মহিষ চুরির অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আড়াই বছরের সন্তান রেখে মায়ের আত্মহত্যা। ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার ০১ জন আসামিকে আটক করেছে র‌্যাব। সাতকানিয়ায় গতকাল রাতে ২জন হত্যা একটি পরিকল্পিত নৃশংস হত্যাকান্ড চিকিৎসকদের সম্মানে এনডিএফ-এর ইফতার মাহফিলে ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর -ডা. শফিকুর রহমান। ধনবাড়ীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪ গৌরীপুরে নকল জুস কারখানায় অভিযান, মালিককে কারা ও অর্থদণ্ড, কারখানা সীলগালা ট্রিপল মার্ডার মামলায় আরও ০১ জন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সদস্য বানারীপাড়ার দুই মেধাবী সন্তান

আদালতের আদেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মাণ ফুলবাড়ীতে জোরপূর্বক সংখ্যালঘুর জমি দখল ও ঘর নির্মাণ

আদালতের আদেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মাণ ফুলবাড়ীতে জোরপূর্বক সংখ্যালঘুর জমি দখল ও ঘর নির্মাণ

 

 

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

 

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির গঙ্গাপ্রসাদ আলুরডাঙ্গা গ্রামে শ্রী জগদীশ কুমার প্রসাদের জমি জোর পূর্বক লাঠিয়াল বাহিনী দিয়ে রাজারামপুর মাছুয়াড়া গ্রামের মোঃ মছির উদ্দিনের পুত্র মোঃ রেজওয়ান আলী আদালতের আদেশ অমান্য করে জোর পূর্বক জমি দখল করেন ও ঐ জমিতে ঘর নির্মাণ করেন।

 

ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির গঙ্গাপ্রসাদ আলুর ডাঙ্গাগ্রামের মৃত বাসুদেব প্রসাদের পুত্র শ্রী জগদীশ কুমার প্রসাদ এর গত ৩০/০১/২০২৫ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় যে, শ্রী জগদীশ কুমার প্রসাদ তার ক্রয়কৃত ভোগদখলীয় সম্পত্তিতে দীর্ঘ দিন ধরে চাষাবাদ করে করে আসছে।

 

গত ১৯/০২/২০২৫ইং তারিখে সকাল ৯টায় রাজারামপুর মাছুয়াপাড়া গ্রামের মোঃ মছির উদ্দিনের পুত্র মোঃ রেজওয়ান আলী ১৯৬২ সালের জাল দলিল সৃষ্টি করে ঐ দিন ৩০ থেকে ৪০ জন ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী এনে জমিতে লাগানো ভুট্টা ক্ষেত নষ্ট করে দেন। ০৩/০১/২০২৪ইং ও ১০/০১/২০২৫ইং তারিখে তার জমিতে আম ও ইউক্লিপটাস গাছ জোর পূর্বক রোপন করেন। ঐ দিন তার সেজ ভাই রঞ্জিতকে পার্শ্ববর্তী আমডুঙ্গি হাটে প্রতিপক্ষ লাঠি দিয়ে মারপিট করেন।

 

উল্লেখ্য যে, ২৭৪ খতিয়ানের ৪৯৪ দাগে ডাঙ্গা ৯৬ শতক জমি এসএ এবং সিএস দুটির মালিক তিনজন এর মধ্যে একজন হাড়াম হাসদা, হাম্বু হাসদা ও দাসো হাসদা পিতা মৃত পারু হাসদা। দাসো হাসদা ৩১/০৩/১৯৮০ইং সালে ৪৯৪ দাগে ৩৩ শতক, ৬৮৬ দাগে ডাঙ্গা ৬৪ মধ্যে ৩২ শতক যাহার দলিল নং-১১১৭৩। শ্রী রদগা মার্ডী ভোগদখল করা কালীন মৃতবরণ করেন।

 

তার দুই পুত্র ওয়ারিশ সূত্রে শ্রী ঢাঙ্গ মার্ডী ওরফে বিরাম মার্ডী, পুত্র শ্রী ঝালকা মার্ডী (সুজন মার্ডী)এই দুই দাগে এই ৬৫শতক জমি। আদিবাসী ২০০৫/৩২৮৭ স্মরকে যাহার তারিখ ২৮/০৬/২০০৫ সালে জমি বিক্রির অনুমোতি মোকদ্দমা নং-৩৭১/৮/২০০৪-২০০৫ জেলা প্রশাসক দিনাজপুর এর ১১/০৬/২০০৫ ইং তারিখে তফসিল ভূক্ত জমি বিক্রয়ের অনুমতি প্রদান করেন শ্রী জগদিশ কুমার প্রসাদকে। ২০০৫ সালে ঢাঙ্গা মার্ডী, বিরাম মার্ডী, শ্রী ঝালকা মার্ডী উভয়ের পিতা মৃত ওদগা মার্ডী ফুলবাড়ী সাব রেজিষ্টার অফিসে উক্ত জমি রেজিষ্ট্রি দেন। যাহার দলিল নং-৪৯৪, ৪৯৫।

 

শ্রী জগদীশ কুমার প্রসাদ নিজ নামে ২০/১০/২০১১ইং সালে খারিজ খাজনা করেন এবং ১৯/০৭/২০০৫ইং সালে মাঠ পর্চা করেন। ২৫/০৫/২০২৩ইং সালে মোঃ রেজওয়ান, মোঃ হাবিবুল কিবরিয়া খোকন গংরা দলবদ্ধভাবে তার জমি দখল করার চেষ্ঠা করলে জমির মালিক শ্রী জগদীশ কুমার প্রসাদ ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন।

যাহার জিডি নং-১২৯৬, তারিখ-২৬/০৬/২০২৩ইং। এর পরিপক্ষেপিক্ষতে দিনাজপুর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিআরপিসি আদালত খ অঞ্চল ফুলবাড়ী দিনাজপুরে মোকদ্দমা করেন যাহার মোকদ্দমা নং-এসজিআর-২০৪/২০২৩ ফুলবাড়ী থানা উল্লেখ্য যে ৫ জন ব্যক্তি আদালতে মুসলেকা প্রদান করেন। যে ঐ জমিতে আর কোনদিন যাবেন না এবং আইন আমান্য করবে না। এর পরেও তারা ঐ জমিতে আবারও গিয়ে দখল করার চেষ্ঠা করে। এর পরিপেক্ষিতে শ্রী জগদীশ কুমার প্রসাদ থানায় অভিযোগ করলে কোট মামলা ২৬ পি/২০২৫ এব্ধসঢ়;ং স্মারক নং-৪১, তারিখ-৩০/০১/২০২৫ইং ধারা ফৌ.কা.বি ১৪৪ প্রতিপক্ষ রেজওয়ান আলী গংদের বিরুদ্ধে নোটিশ প্রদান করেন ফুলবাড়ী থানা।

 

এই ঘটনায় ফুলবাড়ী থানার এসআই আতিকুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, নোটিশ প্রদান করা হয়েছে ঐ জমিতে কোন হস্তক্ষেপ করা যাবে না। এবং শান্তি ভঙ্গের চেষ্ঠা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর পরেও মোঃ রেজওয়ান সংখ্যালঘুর জমি দখল করে ঘর নির্মাণ করেন। এই ঘটনায় শ্রী জগদীশ কুমার প্রসাদ প্রশাসরেন হস্তক্ষেপ কামান করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনিক পদে নিয়োগকে কেন্দ্র করে ইবির উপাচার্য কার্যালয়ে হট্টগোল

আদালতের আদেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মাণ ফুলবাড়ীতে জোরপূর্বক সংখ্যালঘুর জমি দখল ও ঘর নির্মাণ

আপডেট সময় ০৩:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

 

 

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

 

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির গঙ্গাপ্রসাদ আলুরডাঙ্গা গ্রামে শ্রী জগদীশ কুমার প্রসাদের জমি জোর পূর্বক লাঠিয়াল বাহিনী দিয়ে রাজারামপুর মাছুয়াড়া গ্রামের মোঃ মছির উদ্দিনের পুত্র মোঃ রেজওয়ান আলী আদালতের আদেশ অমান্য করে জোর পূর্বক জমি দখল করেন ও ঐ জমিতে ঘর নির্মাণ করেন।

 

ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির গঙ্গাপ্রসাদ আলুর ডাঙ্গাগ্রামের মৃত বাসুদেব প্রসাদের পুত্র শ্রী জগদীশ কুমার প্রসাদ এর গত ৩০/০১/২০২৫ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় যে, শ্রী জগদীশ কুমার প্রসাদ তার ক্রয়কৃত ভোগদখলীয় সম্পত্তিতে দীর্ঘ দিন ধরে চাষাবাদ করে করে আসছে।

 

গত ১৯/০২/২০২৫ইং তারিখে সকাল ৯টায় রাজারামপুর মাছুয়াপাড়া গ্রামের মোঃ মছির উদ্দিনের পুত্র মোঃ রেজওয়ান আলী ১৯৬২ সালের জাল দলিল সৃষ্টি করে ঐ দিন ৩০ থেকে ৪০ জন ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী এনে জমিতে লাগানো ভুট্টা ক্ষেত নষ্ট করে দেন। ০৩/০১/২০২৪ইং ও ১০/০১/২০২৫ইং তারিখে তার জমিতে আম ও ইউক্লিপটাস গাছ জোর পূর্বক রোপন করেন। ঐ দিন তার সেজ ভাই রঞ্জিতকে পার্শ্ববর্তী আমডুঙ্গি হাটে প্রতিপক্ষ লাঠি দিয়ে মারপিট করেন।

 

উল্লেখ্য যে, ২৭৪ খতিয়ানের ৪৯৪ দাগে ডাঙ্গা ৯৬ শতক জমি এসএ এবং সিএস দুটির মালিক তিনজন এর মধ্যে একজন হাড়াম হাসদা, হাম্বু হাসদা ও দাসো হাসদা পিতা মৃত পারু হাসদা। দাসো হাসদা ৩১/০৩/১৯৮০ইং সালে ৪৯৪ দাগে ৩৩ শতক, ৬৮৬ দাগে ডাঙ্গা ৬৪ মধ্যে ৩২ শতক যাহার দলিল নং-১১১৭৩। শ্রী রদগা মার্ডী ভোগদখল করা কালীন মৃতবরণ করেন।

 

তার দুই পুত্র ওয়ারিশ সূত্রে শ্রী ঢাঙ্গ মার্ডী ওরফে বিরাম মার্ডী, পুত্র শ্রী ঝালকা মার্ডী (সুজন মার্ডী)এই দুই দাগে এই ৬৫শতক জমি। আদিবাসী ২০০৫/৩২৮৭ স্মরকে যাহার তারিখ ২৮/০৬/২০০৫ সালে জমি বিক্রির অনুমোতি মোকদ্দমা নং-৩৭১/৮/২০০৪-২০০৫ জেলা প্রশাসক দিনাজপুর এর ১১/০৬/২০০৫ ইং তারিখে তফসিল ভূক্ত জমি বিক্রয়ের অনুমতি প্রদান করেন শ্রী জগদিশ কুমার প্রসাদকে। ২০০৫ সালে ঢাঙ্গা মার্ডী, বিরাম মার্ডী, শ্রী ঝালকা মার্ডী উভয়ের পিতা মৃত ওদগা মার্ডী ফুলবাড়ী সাব রেজিষ্টার অফিসে উক্ত জমি রেজিষ্ট্রি দেন। যাহার দলিল নং-৪৯৪, ৪৯৫।

 

শ্রী জগদীশ কুমার প্রসাদ নিজ নামে ২০/১০/২০১১ইং সালে খারিজ খাজনা করেন এবং ১৯/০৭/২০০৫ইং সালে মাঠ পর্চা করেন। ২৫/০৫/২০২৩ইং সালে মোঃ রেজওয়ান, মোঃ হাবিবুল কিবরিয়া খোকন গংরা দলবদ্ধভাবে তার জমি দখল করার চেষ্ঠা করলে জমির মালিক শ্রী জগদীশ কুমার প্রসাদ ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন।

যাহার জিডি নং-১২৯৬, তারিখ-২৬/০৬/২০২৩ইং। এর পরিপক্ষেপিক্ষতে দিনাজপুর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিআরপিসি আদালত খ অঞ্চল ফুলবাড়ী দিনাজপুরে মোকদ্দমা করেন যাহার মোকদ্দমা নং-এসজিআর-২০৪/২০২৩ ফুলবাড়ী থানা উল্লেখ্য যে ৫ জন ব্যক্তি আদালতে মুসলেকা প্রদান করেন। যে ঐ জমিতে আর কোনদিন যাবেন না এবং আইন আমান্য করবে না। এর পরেও তারা ঐ জমিতে আবারও গিয়ে দখল করার চেষ্ঠা করে। এর পরিপেক্ষিতে শ্রী জগদীশ কুমার প্রসাদ থানায় অভিযোগ করলে কোট মামলা ২৬ পি/২০২৫ এব্ধসঢ়;ং স্মারক নং-৪১, তারিখ-৩০/০১/২০২৫ইং ধারা ফৌ.কা.বি ১৪৪ প্রতিপক্ষ রেজওয়ান আলী গংদের বিরুদ্ধে নোটিশ প্রদান করেন ফুলবাড়ী থানা।

 

এই ঘটনায় ফুলবাড়ী থানার এসআই আতিকুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, নোটিশ প্রদান করা হয়েছে ঐ জমিতে কোন হস্তক্ষেপ করা যাবে না। এবং শান্তি ভঙ্গের চেষ্ঠা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর পরেও মোঃ রেজওয়ান সংখ্যালঘুর জমি দখল করে ঘর নির্মাণ করেন। এই ঘটনায় শ্রী জগদীশ কুমার প্রসাদ প্রশাসরেন হস্তক্ষেপ কামান করেন।