ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ ৩ পাচারকারী গ্রেফতার  বোয়ালখালীতে ভ্রাম্যমান আদালতের ৫০ হাজার টাকা জরিমানা  বারো আউলিয়া মাজার: পঞ্চগড়ের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক  পুরুষ মানুষ পরিবার ও আপনজনের খুশির জন্য জীবন দিতেও ভাবে না” পলাশ সাহা.! কয়রায় শিক্ষক লাঞ্ছিত করার অভিযোগ হিজলায় ৬টি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের আগমন: পরিদর্শনে যাচ্ছেন মৌলবির হাট লঞ্চ ঘাট বরিশালের হত্যা মামলার আসামী ঢাকা থেকে আটক। ময়নামতি ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল ১১% ডেলিগেট থাকায় ঘোষনা হয়নি কমিটি! রাজশাহীর ২ সাবেক চেয়ারম্যানের দেশ ত্যাগে নিষেধ  গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ পালতি।

ভোলায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো “স্পেশাল কেয়ার এন্ড জেন্টস পার্লার”

ভোলায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো "স্পেশাল কেয়ার এন্ড জেন্টস পার্লার"

 

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি

পুরুষ এবং শিশুদের জন্য বিউটি ও লাইফস্টাইল এবং বডি ম্যাসাজ (স্পা), হাইড্রোফেসিয়াল, হেয়ার স্পা, পেডিকিওর সহ সকল আধুনিক সেবা নিয়ে ভোলা সদরের বাংলা স্কুল মোড়ে একেএস ফার্মেসী এর উপরের তলায় (২য়) যাত্রা শুরু করলো “স্পেশাল কেয়ার এন্ড জেন্টস পার্লার”।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে “স্পেশাল কেয়ার এন্ড জেন্টস পার্লার” এর যাত্রা শুরু হয়।
গ্রাহকদের নানামুখী আধুনিক বিউটি সেবা ও সার্ভিসের সুবিধা নিয়ে চালু হওয়া এই সেলুনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।

প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী টুটুল চন্দ্র সেন জানান, “স্পেশাল কেয়ার এন্ড জেন্টস পার্লার” অত্যাধুনিক মানের ও সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত। পুরুষ ও শিশুদের জন্য হেয়ারকাট থেকে শুরু করে সব ধরনের বিউটি বা সেলুন সার্ভিসের সমন্বিত সব আধুনিক সুযোগ সুবিধা নিয়ে “স্পেশাল কেয়ার এন্ড জেন্টস পার্লার” প্রতিষ্ঠিত হয়েছে। “স্পেশাল কেয়ার এন্ড জেন্টস পার্লার” সার্ভিস সমূহের মধ্যে রয়েছে ফ্যাশনেবল হেয়ার কাটিং, ফ্যাশনেবল হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, স্কিনওয়াইজ ফেসিয়াল, ম্যাসাজসহ সব বয়সী পুরুষ এবং শিশুদের বিউটি এন্ড লাইফ স্টাইলে বিভিন্ন ধরনের সেবা। একদল চৌকস, দক্ষ এবং স্মার্ট অভিজ্ঞতা সম্পন্ন হেয়ার ড্রেসার এবং বিউটি এক্সপার্ট সেবা গ্রহণকারীদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১.৩০ মিনিট পর্যন্ত সেবা প্রদান করবে “স্পেশাল কেয়ার এন্ড জেন্টস পার্লার”। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সবাইকে “স্পেশাল কেয়ার এন্ড জেন্টস পার্লার” এ আসার আমন্ত্রণ জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ ৩ পাচারকারী গ্রেফতার 

ভোলায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো “স্পেশাল কেয়ার এন্ড জেন্টস পার্লার”

আপডেট সময় ০৬:২৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

 

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি

পুরুষ এবং শিশুদের জন্য বিউটি ও লাইফস্টাইল এবং বডি ম্যাসাজ (স্পা), হাইড্রোফেসিয়াল, হেয়ার স্পা, পেডিকিওর সহ সকল আধুনিক সেবা নিয়ে ভোলা সদরের বাংলা স্কুল মোড়ে একেএস ফার্মেসী এর উপরের তলায় (২য়) যাত্রা শুরু করলো “স্পেশাল কেয়ার এন্ড জেন্টস পার্লার”।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে “স্পেশাল কেয়ার এন্ড জেন্টস পার্লার” এর যাত্রা শুরু হয়।
গ্রাহকদের নানামুখী আধুনিক বিউটি সেবা ও সার্ভিসের সুবিধা নিয়ে চালু হওয়া এই সেলুনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।

প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী টুটুল চন্দ্র সেন জানান, “স্পেশাল কেয়ার এন্ড জেন্টস পার্লার” অত্যাধুনিক মানের ও সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত। পুরুষ ও শিশুদের জন্য হেয়ারকাট থেকে শুরু করে সব ধরনের বিউটি বা সেলুন সার্ভিসের সমন্বিত সব আধুনিক সুযোগ সুবিধা নিয়ে “স্পেশাল কেয়ার এন্ড জেন্টস পার্লার” প্রতিষ্ঠিত হয়েছে। “স্পেশাল কেয়ার এন্ড জেন্টস পার্লার” সার্ভিস সমূহের মধ্যে রয়েছে ফ্যাশনেবল হেয়ার কাটিং, ফ্যাশনেবল হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, স্কিনওয়াইজ ফেসিয়াল, ম্যাসাজসহ সব বয়সী পুরুষ এবং শিশুদের বিউটি এন্ড লাইফ স্টাইলে বিভিন্ন ধরনের সেবা। একদল চৌকস, দক্ষ এবং স্মার্ট অভিজ্ঞতা সম্পন্ন হেয়ার ড্রেসার এবং বিউটি এক্সপার্ট সেবা গ্রহণকারীদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১.৩০ মিনিট পর্যন্ত সেবা প্রদান করবে “স্পেশাল কেয়ার এন্ড জেন্টস পার্লার”। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সবাইকে “স্পেশাল কেয়ার এন্ড জেন্টস পার্লার” এ আসার আমন্ত্রণ জানান।