ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা-সহ বিএনপি নেতা সুমন  গ্রেফতার  চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারী আলম ও ইউসুফ গ্রেফতার  কুবি শিক্ষার্থীদের ১৫ দিনব্যাপী ইয়্যুর ক্যাম্পাসের কার্যক্রম নিয়ে ক্যাম্পেইন সম্পন্ন   প্রায় এক মাসের বৃষ্টিতে রায়গঞ্জের জনজীবন বিপর্যস্ত মাদ্রাসার জায়গা অবৈধ্য দখল মুক্ত করতে স্থানীয়দের সহযোগীতা চাইলেন অধ্যক্ষ। সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের বিশাল সভা লন্ড‌নে অনুষ্ঠিত সলঙ্গায় টানা বৃষ্টিতে চড়ম দুর্ভোগে দিনমজুর ও ভ্যান চালকেরা বদরগঞ্জে এক রাতেই গোয়ালঘর থেকে চার গর চুরি, দিশেহারা খামারি। কুখ্যাত ১মাদক ব্যবসায়ী ৩৬ কেজি গাঁজা ও ১টি সিএনজি সহ গ্রেফতার।  প্রায় এক মাসের বৃষ্টিতে রায়গঞ্জের জনজীবন বিপর্যস্ত

কয়রায় জমি দখলে নিতে বাড়িতে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ

কয়রায় জমি দখলে নিতে বাড়িতে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ

কয়রা উপজেলা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের জলিল উদ্দীন গাজীর পুত্র মনিরুল ইসলাম গংদের জমি দখল নিতে বাড়ীতে হামলা ভাঙচুর লুটপাট মেরে আহত করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভ্যানচালক মনিরুল ১৩ই ফেরুয়ারী বৃহস্পতিবার কয়রার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও বিজ্ঞ নিবাহি আদালতে মামলা দায়ের করেছেন।

মামলা থেকে জানা গেছে, উপজেলার মাথাভাঙ্গা মৌজার ২৬ নং এস এ খতিয়ান ও চলমান বি আর এস ৫৫ নং খতিয়ানে আলী সরদারের নামে চুড়ান্তভারে রেকড প্রকাশিত হয়। তাদের ওয়ারেশদের কাছ থেকে রেজিঃ কোবলায় মনিরুল ইসলাম জমি ক্রয় করে বাড়ীঘর নির্মাণ করে ভোগ দখল করে বসবাস করে আসছে। পক্ষান্তরে প্রায় সময় আনিছ, বাবু, ফাহিম, আসমাতুল্যাহ, মনিরুল, শারমিন গংরা বিভিন্ন সময় তারা এবং কিছু ভাড়াটিয়া সন্ত্রাসীদের সহায়তায় মনিরুল গংদের জায়গা থেকে বিতারিত করার জন্য হামলা ও হুমকি দেয় তার জন্য মনিরুল কয়রা থানায় জিডি করেন। ১১ই ফেরুয়ারী দুপুরে গুপিরায়েরবেড় গ্রামের আনিস সানা পিতা মৃত কুদ্দুস সানা গংরা ও সন্ত্রাসীরা দা, শাবল, কোদাল লাঠিসোটা নিয়ে মনিরুল গংদের বাড়ীতে প্রবেশ করে বাড়ীর ঘেরা বেড়া কেটে বাড়ীঘরের ক্ষতিসাধন করে ঘরে রক্ষিত টাকা ও মুল্যবান জিনিষপত্র নিয়ে যায়। আনিস সানা গংদের হামলায় মনিরুল তার স্ত্রী নাছিমা ও নুর ইসলাম গুরুতর আহত হন। তারা এখন নিরাপত্তাহিনতায় ভুগছেন বলে জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা-সহ বিএনপি নেতা সুমন  গ্রেফতার 

কয়রায় জমি দখলে নিতে বাড়িতে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ

আপডেট সময় ০২:০০:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

কয়রা উপজেলা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের জলিল উদ্দীন গাজীর পুত্র মনিরুল ইসলাম গংদের জমি দখল নিতে বাড়ীতে হামলা ভাঙচুর লুটপাট মেরে আহত করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভ্যানচালক মনিরুল ১৩ই ফেরুয়ারী বৃহস্পতিবার কয়রার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও বিজ্ঞ নিবাহি আদালতে মামলা দায়ের করেছেন।

মামলা থেকে জানা গেছে, উপজেলার মাথাভাঙ্গা মৌজার ২৬ নং এস এ খতিয়ান ও চলমান বি আর এস ৫৫ নং খতিয়ানে আলী সরদারের নামে চুড়ান্তভারে রেকড প্রকাশিত হয়। তাদের ওয়ারেশদের কাছ থেকে রেজিঃ কোবলায় মনিরুল ইসলাম জমি ক্রয় করে বাড়ীঘর নির্মাণ করে ভোগ দখল করে বসবাস করে আসছে। পক্ষান্তরে প্রায় সময় আনিছ, বাবু, ফাহিম, আসমাতুল্যাহ, মনিরুল, শারমিন গংরা বিভিন্ন সময় তারা এবং কিছু ভাড়াটিয়া সন্ত্রাসীদের সহায়তায় মনিরুল গংদের জায়গা থেকে বিতারিত করার জন্য হামলা ও হুমকি দেয় তার জন্য মনিরুল কয়রা থানায় জিডি করেন। ১১ই ফেরুয়ারী দুপুরে গুপিরায়েরবেড় গ্রামের আনিস সানা পিতা মৃত কুদ্দুস সানা গংরা ও সন্ত্রাসীরা দা, শাবল, কোদাল লাঠিসোটা নিয়ে মনিরুল গংদের বাড়ীতে প্রবেশ করে বাড়ীর ঘেরা বেড়া কেটে বাড়ীঘরের ক্ষতিসাধন করে ঘরে রক্ষিত টাকা ও মুল্যবান জিনিষপত্র নিয়ে যায়। আনিস সানা গংদের হামলায় মনিরুল তার স্ত্রী নাছিমা ও নুর ইসলাম গুরুতর আহত হন। তারা এখন নিরাপত্তাহিনতায় ভুগছেন বলে জানান।