ভোলা প্রতিনিধি :
আজ ৭ ফেব্রুয়ারি’২৫ রোজ শুক্রবার বোরহানউদ্দিন পৌর ভবন সংলগ্ন, ইসলামীয়া আলিম মাদ্রাসা মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বোরহানউদ্দিন থানা শাখার সভাপতি এইচএম ইয়ামিন ইরফান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জাবের হোসেন এর সঞ্চালনায় থানা সম্মেলন’২৫ ও সাবেক সভাপতিদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউসুফ আদনান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলাম, দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ১৯৯১ সালে শায়েখ ফজলুল করিম (রহ.) হাতে প্রতিষ্ঠার পর থেকে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে ত্রিদ্বারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে যোগ্য, আদর্শ নেতৃত্ব উপহার দেওয়ার জন্য। আজ পর্যন্ত এই কবুলিয়ত সংগঠনের গায়ে সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল দখল ও কোন নৈরাজ্যের সাথে সম্পৃক্ততার প্রমাণ কেউ দেখাতে পারবে না। এই আদর্শিক ছাত্র সংগঠনটি চায়, বাংলাদেশে জাহিলি সমাজ ব্যবস্থা পরিবর্তন করে ও ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৩ বছরে আমরা শুধু ক্ষমতার পালাবদল দেখেছি, কিন্তু জনগণের কাঙ্ক্ষিত মুক্তির নিশ্চয়তা দেখেনি। আমরা যদি জনগণের কাঙ্ক্ষিত মুক্তি নিশ্চিত করতে চাই তাহলে বাংলাদেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নাই। ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া এবং রুপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আদর্শ নেতৃত্ব ইসলামী আন্দোলনকে উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। যারা আগামীতে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি বৃন্দরা তাদের বক্তব্যে বলেন, আমরা ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একজন সৈনিক হয়ে নিজেকে গর্ববোধ মনে করছি। যে সংগঠন সবসময় ইসলাম, দেশ ও মানবতার জন্য কাজ করেছেন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। এই সংগঠনটি ১৯৯১ সাল থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ আদর্শিক নেতৃত্ব উপহার দিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে। যারা নিজের মাতৃভূমিকে সবসময় বুকে লালন করে, দেশকে রক্ষার জন্য সবসময় সোচ্চার থাকেন। সংগঠনের আদর্শিক সেনারা জুলাই’২৪ বিপ্লবে নিজের জীবনকে দেশের জন্য বিসর্জন করে স্বৈরাচারকে হটানোর জন্য বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে সাথে সংগঠনের ব্যানারে রাজপথে সংগ্রাম করে ৫ই আগস্ট স্বৈরাচারকে পতন ঘটিয়ে, দেশকে মুক্ত করেছেন। স্বৈরাচারকে মুক্ত করতে এই বিপ্লবী কাফেলাটি ২৫ জন ভাইকে হারিয়েছেন এবং হাজারো ভাইয়েরা আহত হয়েছে।
প্রধান অতিথি তার বক্তব্য শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বোরহানউদ্দিন থানা শাখার ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫ ইং সেশনের নতুন কমিটি ঘোষণা করেন:-
সভাপতি: মুহাম্মদ ইসমাইল
সহ-সভাপতি: মুহাম্মদ জাবের হোসেন
সাধারণ সম্পাদক: মুহাম্মদ সাইদুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ রহমাতুল্লাহ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বোরহানউদ্দিন থানা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইসমাইল হোসেন গাজী, সেক্রেটারি এইচএম আঃ মোমিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি বোরহানউদ্দিন থানা শাখার সদর মুফতি আশফাক উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বোরহান উদ্দিন থানা শাখার সেক্রেটারি মোঃ ফয়জুল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বোরহানউদ্দিন থানা শাখার সভাপতি মাওলানা আবু আক্কাস।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বোরহানউদ্দিন থানা শাখার সাভাপতি মুফতি মোঃ রেজাউল করিম বোরহানি, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মোহাম্মদ মাসুদুর রহমান, মাওলানা মোঃ আব্দুল্লাহ আল নোমান, মোঃ রাশেদুল ইসলাম সহ থানা ও ইউনিয়নের প্রমূখ নেতৃবৃন্দ।