ঢাকা , বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্ধ লক্ষ টাকা সমমূল্যের জালনোটসহ ০২জন জালটাকা সরবরাহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। অপারেশন ডেভিল হান্টে ঝালকাঠিতে আ’লীগ নেতা গ্রেফতার বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বসত ঘরে অগ্নিসংযোগ ঝালকাঠিতে বাসচাপায় বিদ্যালয়ের ল্যাব সহকারী নিহত নলছিটিতে পলিথিন কারখানায় অভিযান, দশ হাজার টাকা জরিমানা রাজশাহী মহানগরীতে যৌথ বাহীনির ‘ডেভিল হান্ট’ অভিযানে আ’লীগ সহ গ্রেফতার-১৮ রাজশাহীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সথে মতবিনিময় সভায় আইজিপি ঝালকাঠির খাগড়াখানা মডেল হাইস্কুলে এডহক পকেট কমিটির তদন্তের বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ ডেভিল হান্ট: বাগেরহাটে ২৪ ঘন্টায় আটক ২৭ ঝালকাঠিতে মামলা তদন্তে ঘুষ দাবি, এসআই শহিদুল আলমের বিরুদ্ধে অভিযোগ 

ফুলবাড়ীর পল্লীতে আদালতের আদেশ অমান্য করে জোর পূর্বক প্রতিপক্ষের জমি দখল

ফুলবাড়ীর পল্লীতে আদালতের আদেশ অমান্য করে জোর পূর্বক প্রতিপক্ষের জমি দখল

 

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির উত্তর রঘুনাথপুর গ্রামের মোঃ আব্দুল মজিদ এর রেকর্ডীয় সম্পত্তি জোর পূর্বক প্রতিপক্ষ মোঃ মইন উদ্দীন গংরা দখল করেন আদালতের আদেশ অমান্য করে।

ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির উত্তর রঘুনাথপুর গ্রামের মৃত জহির উদ্দীনের পুত্র মোঃ আব্দুল মজিদ গত ১০/০১/ ২০২৫ইং তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সকল অঞ্চল ফুলবাড়ী দিনাজপুর এ মোঃ মইনুদ্দিন (৬০), মোঃ ওবাইদুল (৫৮) সর্ব পিতা: আব্দুল হালিম; মোঃ শাহামুকদুম (৩৫), মোঃ ছাপরান (৩০) সর্ব পিতাঃ মইনুদ্দিন; মোঃ আরিফ (২৮), পিতাঃ মোঃ ওবাইদুল সর্ব সাং-ইসমাইলপুর, মেলাবাড়ী, ফুলবাড়ী, দিনাজপুর। তারা দলবদ্ধভাবে আব্দুল মজিদ এর ২একর ১৬ শতক জমি জোর পূর্বক দখল করে ইরিবোর ধান চারা রোপন করেন।

এরই পরিপেক্ষিতে আব্দুল মজিদ ০৫ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আদালত ২৮/০১/ ২০২৫ইং তারিখে গ্রহণ করেন। যাহার মামলা নং-৭/২৫। ধারা ফৌঃকাঃবিঃ আইনের ১৪৪ এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দিনাজপুর যাহার স্মারক নং-২৪, তারিখ: ২৮/০১/২০২৫। বিজ্ঞ অদালত উক্ত জমির বিরোধ নিয়ে খুন যখম, আইন শৃঙ্খলার অবনতির সম্ভাবনা রয়েছে সে ক্ষেত্রে প্রতিপক্ষ মইনুদ্দিন গংদেরকে ফুলবাড়ী থানার এ এসআই মোঃ শহিদুল ইসলাম ২৯/০১/২০২৫ইং তারিখে দুপক্ষকে নোটিশ দ্বারা অবগত করান।

উল্লেখ্য যে, উপজেলার রাজারামপুর গ্রামের আমপুর গ্রামের সাদার উদ্দীনের স্ত্রী মোছাঃ তফিজন্নেছা বেঁচে থাকাকালীন ১২/০৭/১৯৪৯ইং সালে সুজাপুর গ্রামের মৃত তোরাব উদ্দীনরে পুত্র ফকিরা শেখ ১৯৫২ইং সালে ৩৭২ দাগে ৬৬শতকের মধ্যে ৪৯শতক জমি ইসমাইলপুর গ্রামের রহিম উদ্দীনের পুত্র মোঃ হালিম কে ১৯৫২ সালে রেজিষ্ট্রি দেন।

উল্লেখ্য যে, রঘুনাথপুর গ্রামের এসএ রেকর্ডীয় মালিক আছর উদ্দীনের পুত্র সাজের উদ্দীন ও জহির উদ্দীন। এসএ রেকর্ডে রামপুর গ্রামের তফিজন নেছা ৪৯ শতক জমি রেকর্ডসূত্রে বিক্রি করেন। বাঁকী জমি বিক্রি করেন নি। মইনুদ্দীন ও ওবাইদুল অতি গোপনে ইসমাইলপুর মৌজার ২ একর ১৬ শতক জমি মাঠপর্চ করে নেন। খাজনা পরিশোধ করেন মইনুদ্দীন ও ওবাদুল। এদিকে আব্দুল মজিদ এর পিতা মোঃ জহির উদ্দীন বেঁচেথাকা কালীন তার জমির খাজনা পরিশোধ করেন। যাহার ডিসিআর নং-৭৬৫৭২২/২১২/৭৬-৭৭।

আব্দুল মজিদ জানান, ইসমাইলপুর মৌজার জেএল নং-৩৮, খতিয়ান নং-সিএস ২৩, এস এ-২৭, আরএস-৫৯ জমির পরিমান ২ একর ১৬ শতক জমি প্রতিপক্ষগংরা দখল করে নেয়। তারা আদালতের আদেশ মানছে না। রবিবার ০২/০২/২০২৫ইং তারিখে রাত্রী ১১টায় তারা ধানের চারা রোপন করেন। এই ঘটনায় আমি ফুলবাড়ী থানাকে অবজ্ঞত করি। ফুলবাড়ী থানার এএসআই মোঃ শহিদুল ইসলাম জানান বিষয়টি দেখছি।

 

 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্ধ লক্ষ টাকা সমমূল্যের জালনোটসহ ০২জন জালটাকা সরবরাহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

ফুলবাড়ীর পল্লীতে আদালতের আদেশ অমান্য করে জোর পূর্বক প্রতিপক্ষের জমি দখল

আপডেট সময় ০৭:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

 

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির উত্তর রঘুনাথপুর গ্রামের মোঃ আব্দুল মজিদ এর রেকর্ডীয় সম্পত্তি জোর পূর্বক প্রতিপক্ষ মোঃ মইন উদ্দীন গংরা দখল করেন আদালতের আদেশ অমান্য করে।

ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির উত্তর রঘুনাথপুর গ্রামের মৃত জহির উদ্দীনের পুত্র মোঃ আব্দুল মজিদ গত ১০/০১/ ২০২৫ইং তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সকল অঞ্চল ফুলবাড়ী দিনাজপুর এ মোঃ মইনুদ্দিন (৬০), মোঃ ওবাইদুল (৫৮) সর্ব পিতা: আব্দুল হালিম; মোঃ শাহামুকদুম (৩৫), মোঃ ছাপরান (৩০) সর্ব পিতাঃ মইনুদ্দিন; মোঃ আরিফ (২৮), পিতাঃ মোঃ ওবাইদুল সর্ব সাং-ইসমাইলপুর, মেলাবাড়ী, ফুলবাড়ী, দিনাজপুর। তারা দলবদ্ধভাবে আব্দুল মজিদ এর ২একর ১৬ শতক জমি জোর পূর্বক দখল করে ইরিবোর ধান চারা রোপন করেন।

এরই পরিপেক্ষিতে আব্দুল মজিদ ০৫ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আদালত ২৮/০১/ ২০২৫ইং তারিখে গ্রহণ করেন। যাহার মামলা নং-৭/২৫। ধারা ফৌঃকাঃবিঃ আইনের ১৪৪ এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দিনাজপুর যাহার স্মারক নং-২৪, তারিখ: ২৮/০১/২০২৫। বিজ্ঞ অদালত উক্ত জমির বিরোধ নিয়ে খুন যখম, আইন শৃঙ্খলার অবনতির সম্ভাবনা রয়েছে সে ক্ষেত্রে প্রতিপক্ষ মইনুদ্দিন গংদেরকে ফুলবাড়ী থানার এ এসআই মোঃ শহিদুল ইসলাম ২৯/০১/২০২৫ইং তারিখে দুপক্ষকে নোটিশ দ্বারা অবগত করান।

উল্লেখ্য যে, উপজেলার রাজারামপুর গ্রামের আমপুর গ্রামের সাদার উদ্দীনের স্ত্রী মোছাঃ তফিজন্নেছা বেঁচে থাকাকালীন ১২/০৭/১৯৪৯ইং সালে সুজাপুর গ্রামের মৃত তোরাব উদ্দীনরে পুত্র ফকিরা শেখ ১৯৫২ইং সালে ৩৭২ দাগে ৬৬শতকের মধ্যে ৪৯শতক জমি ইসমাইলপুর গ্রামের রহিম উদ্দীনের পুত্র মোঃ হালিম কে ১৯৫২ সালে রেজিষ্ট্রি দেন।

উল্লেখ্য যে, রঘুনাথপুর গ্রামের এসএ রেকর্ডীয় মালিক আছর উদ্দীনের পুত্র সাজের উদ্দীন ও জহির উদ্দীন। এসএ রেকর্ডে রামপুর গ্রামের তফিজন নেছা ৪৯ শতক জমি রেকর্ডসূত্রে বিক্রি করেন। বাঁকী জমি বিক্রি করেন নি। মইনুদ্দীন ও ওবাইদুল অতি গোপনে ইসমাইলপুর মৌজার ২ একর ১৬ শতক জমি মাঠপর্চ করে নেন। খাজনা পরিশোধ করেন মইনুদ্দীন ও ওবাদুল। এদিকে আব্দুল মজিদ এর পিতা মোঃ জহির উদ্দীন বেঁচেথাকা কালীন তার জমির খাজনা পরিশোধ করেন। যাহার ডিসিআর নং-৭৬৫৭২২/২১২/৭৬-৭৭।

আব্দুল মজিদ জানান, ইসমাইলপুর মৌজার জেএল নং-৩৮, খতিয়ান নং-সিএস ২৩, এস এ-২৭, আরএস-৫৯ জমির পরিমান ২ একর ১৬ শতক জমি প্রতিপক্ষগংরা দখল করে নেয়। তারা আদালতের আদেশ মানছে না। রবিবার ০২/০২/২০২৫ইং তারিখে রাত্রী ১১টায় তারা ধানের চারা রোপন করেন। এই ঘটনায় আমি ফুলবাড়ী থানাকে অবজ্ঞত করি। ফুলবাড়ী থানার এএসআই মোঃ শহিদুল ইসলাম জানান বিষয়টি দেখছি।