ঢাকা , সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী নগরীতে বাইসাইকেল-সহ গ্রেফতার চোর রুবেল  উজিরপুরে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রাঘাতে বাবা নিহত।     সলঙ্গায় আফাল উদ্দিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।  হত্যা ও চাঁদাবাজি মামলার আসামী অস্ত্রবাজ সানমুন যৌথ বাহিনীর হাতে আটক। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে হেনস্তার অভিযোগ      কাউখালীতে অতিরিক্ত বৃষ্টির পানিতে ফসলের ব্যাপক ক্ষতিসহ গ্রামের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ভালুকায় শতাধিক মানুষে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ।           বোয়ালখালীতে টেম্পো উল্টে আহত এক জন। অপহরণ মামলার এজাহারনামীয় ০১ নং পলাতক আসামী গ্রেফতার এবং নাবালিকা ভিকটিম উদ্ধার। লোকশানে ভঙ্গুর কনর্ফুলী ট্যানেল।

চট্টগ্রামে সকাল থেকে বৃষ্টি, ভোগান্তিতে জনজীবন।

চট্টগ্রামে সকাল থেকে বৃষ্টি, ভোগান্তিতে জনজীবন।

এম মনির চৌধুরী রানা : সাগরের নিম্নচাপ চলে গেছে। তবে এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে চট্টগ্রামে।  চট্টগ্রামে আরও কয়েক দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে রোববার (২৭ জুলাই) সকালে বৃষ্টির কারণে সড়কে ভোগান্তিতে পড়ে কর্মস্থলমুখী মানুষ। বৃষ্টির কারণে সকালে সড়কে গাড়ি চলাচল করেছে কম। বিশেষ করে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা দেখা যায় হাতে গোনা। যেসব গাড়ি সড়কে চলাচল করেছে, সেগুলোর চালকেরা বাড়তি ভাড়া দাবি করেন যাত্রীদের কাছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হয়। বিপাকে পড়েন সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষও।

চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, সম্প্রতি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল। এটি গতকাল শনিবার বাংলাদেশের উপকূল পেরিয়ে যায়। এ নিম্নচাপের প্রভাবে ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও দু-তিন দিন বৃষ্টি হতে পারে।

এদিকে, অমাবস্যার প্রভাবে জোয়ারের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় দুই দিন ধরে চট্টগ্রাম নগরের মোহরা ও আগ্রাবাদের কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কর্ণফুলী ও হালদা নদীর পানি নগরের বিভিন্ন খাল উপচে পড়ায় দুই পাশের এলাকায় তলিয়ে যাচ্ছে। এতে স্থানীয় বসতবাড়ি, দোকানপাট ও রাস্তাঘাট পানিতে ডুবে আছে। আজও এমন পরিস্থিতির শঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

 

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

রাজশাহী নগরীতে বাইসাইকেল-সহ গ্রেফতার চোর রুবেল 

চট্টগ্রামে সকাল থেকে বৃষ্টি, ভোগান্তিতে জনজীবন।

আপডেট সময় ০৯:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

এম মনির চৌধুরী রানা : সাগরের নিম্নচাপ চলে গেছে। তবে এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে চট্টগ্রামে।  চট্টগ্রামে আরও কয়েক দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে রোববার (২৭ জুলাই) সকালে বৃষ্টির কারণে সড়কে ভোগান্তিতে পড়ে কর্মস্থলমুখী মানুষ। বৃষ্টির কারণে সকালে সড়কে গাড়ি চলাচল করেছে কম। বিশেষ করে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা দেখা যায় হাতে গোনা। যেসব গাড়ি সড়কে চলাচল করেছে, সেগুলোর চালকেরা বাড়তি ভাড়া দাবি করেন যাত্রীদের কাছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হয়। বিপাকে পড়েন সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষও।

চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, সম্প্রতি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল। এটি গতকাল শনিবার বাংলাদেশের উপকূল পেরিয়ে যায়। এ নিম্নচাপের প্রভাবে ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও দু-তিন দিন বৃষ্টি হতে পারে।

এদিকে, অমাবস্যার প্রভাবে জোয়ারের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় দুই দিন ধরে চট্টগ্রাম নগরের মোহরা ও আগ্রাবাদের কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কর্ণফুলী ও হালদা নদীর পানি নগরের বিভিন্ন খাল উপচে পড়ায় দুই পাশের এলাকায় তলিয়ে যাচ্ছে। এতে স্থানীয় বসতবাড়ি, দোকানপাট ও রাস্তাঘাট পানিতে ডুবে আছে। আজও এমন পরিস্থিতির শঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।