নিজস্ব প্রতিবেদক।
বরিশালের গৌরনদীতে পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কৃষক দল নেতার বিরুদ্ধে। পুকুর নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
হামলার শিকার ব্যবসায়ী মো. লিটন আকন (৩৮), গৌরনদী পৌর এলাকার ৩নং ওয়ার্ডের বানিয়াশুরী গ্রামের বাসিন্দা এবং গৌরনদী সরকারি কলেজ গেইট সংলগ্ন “লিটন টি স্টোর” এর মালিক। তিনি জানান, একই গ্রামের মো. কালা আকন (৪৩), যিনি গৌরনদী পৌর কৃষক দলের সদস্য সচিব, তার সঙ্গে একটি যৌথ মালিকানাধীন পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
লিটন আকনের অভিযোগ, পুকুরটি অন্যান্য শরিকদের না জানিয়ে কালা আকন এক জৈনক ব্যক্তির কাছে লিজ দেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। আমি প্রতিবাদ করতেই তিনি ৪/৫ জনকে সাথে নিয়ে আমার উপর হামলা চালান।
ঘটনাটি ঘটেছে রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে, গৌরনদী সরকারি কলেজ গেইট সংলগ্ন মো. জামাল হাওলাদারের দোকানের সামনে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. কালা আকন বলেন, পুকুর লিজ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এক পর্যায়ে লিটন পাশে থাকা গ্যাস সিলিন্ডারের উপর পড়ে গেলে তার কপাল কেটে যায়।
এ ঘটনায় মো. লিটন আকন বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে মো. কালা আকনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, আমি বর্তমানে জরুরি কাজে থানার বাহিরে আছি। থানায় ফিরে অভিযোগ দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।