ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লুঙ্গি প্যাঁচিয়ে হত্যা, ঝোপে মিলল নিখোঁজ রিকশা চালকের মরদেহ সরকারী বিদ্যুৎ চুরি ও স্কুলের শ্রেণি কার্যক্রম বন্ধ করে শ্রীনগরে বিএনপির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বানারীপাড়ায় উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি-বাইশারীতে সাংবাদিক আব্দুল হামিদ’র ভোগদখলীয় বাগান,দোকানঘর সন্ত্রাসী কায়দায় ভাংচুর ও লুটপাট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বিল না দিলে রাসিকের উন্নয়নকাজ আগামী বুধবার থেকে বন্ধ ঘোষণা ঐতিহ্যবাহী স্কুল মাঠে বাস টার্মিনাল নির্মাণ বন্ধের দাবিতে দেবীগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন সুনামগঞ্জে ৯০টি গরু অদৃশ্য  ভারতীয় অবৈধ ইসকফ সিরাপসহ ব্যবসায়ী গ্রেফতার।  কালীগঞ্জ পৌরসভায় নতুন কর আরোপ ছাড়াই প্রায় ৬২ কোটি টাকার বাজেট ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা বাবা সন্তানসহ পাঁচজন নিহত হয়েছেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা বাবা সন্তানসহ পাঁচজন নিহত হয়েছেন।

মো: আবু সালেহ গাজীপুর। ১৮/০৭/২০২৫ ইং রোজ শুক্রবার দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার ছবেদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৭), তার স্ত্রী নাসরিন আক্তার (৩২) ও তাদের ১০ বছরের ছেলে আবু হুরাইরা। অন্য দু’জন হলেন গাজীপুরের মাওনার কেউরা এলাকার শফিকুল ইসলাম (৫৫) ও মির্জাপুরের শিতেস্বরী গ্রামের ইন্তাজ আলীর ছেলে মুক্তার আলী (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওনা এলাকা থেকে ৫ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেয়। অটোরিকশাটি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই জাহিদ ও তার ছেলে নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় জাহিদের স্ত্রী ও শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এছাড়া অটোরিকশাচালক মুক্তার আলী সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) বজলুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

লুঙ্গি প্যাঁচিয়ে হত্যা, ঝোপে মিলল নিখোঁজ রিকশা চালকের মরদেহ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা বাবা সন্তানসহ পাঁচজন নিহত হয়েছেন।

আপডেট সময় ০৭:৫৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

মো: আবু সালেহ গাজীপুর। ১৮/০৭/২০২৫ ইং রোজ শুক্রবার দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার ছবেদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৭), তার স্ত্রী নাসরিন আক্তার (৩২) ও তাদের ১০ বছরের ছেলে আবু হুরাইরা। অন্য দু’জন হলেন গাজীপুরের মাওনার কেউরা এলাকার শফিকুল ইসলাম (৫৫) ও মির্জাপুরের শিতেস্বরী গ্রামের ইন্তাজ আলীর ছেলে মুক্তার আলী (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওনা এলাকা থেকে ৫ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেয়। অটোরিকশাটি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই জাহিদ ও তার ছেলে নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় জাহিদের স্ত্রী ও শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এছাড়া অটোরিকশাচালক মুক্তার আলী সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) বজলুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।