মোঃ মোহন মিয়া,স্টাফ রিপোর্টার
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার (পুশ-ইন) অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (০৫ জুলাই) সকাল আনুমানিক ১০টা নাগাদ, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অমরখানা বিওপির অধীনস্থ টহল দল বোর্ডবাজার নামক স্থান থেকে (সীমান্ত পিলার ৭৪৩/৩-এস হতে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে) তাদের আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেনঃ
মোঃ আসাদুজ্জামান (৩৭), পিতা-মৃত হারুন অর রশিদ, বসদেবপুর, শার্শা, যশোর
মোছাঃ কুলসুম (২৯), স্ত্রী- আসাদুজ্জামান
মোছাঃ নিপু আক্তার (৩০), স্বামী- ইব্রাহিম মন্ডল, সাইন্দা, কচুয়া, বাগেরহাট
মোঃ আদনান (১২) ও মোছাঃ আয়শা (১০), সন্তান- আসাদুজ্জামান
জিজ্ঞাসাবাদে জানা যায়, ০৪ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে ভারতের ৪৬/বালাচান বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে সীমান্ত গেট খুলে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয়।
এ ঘটনার ফলে আন্তর্জাতিক সীমান্ত আইন ও মানবাধিকার চুক্তির স্পষ্ট লঙ্ঘন ঘটেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আটককৃতদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
বিজিবি সূত্রে আরও জানা যায়, সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং এ ধরনের অপতৎপরতা বন্ধে কূটনৈতিক স্তরে যথাযথ প্রতিবাদ জানানো হবে।
সীমান্তবর্তী এলাকায় এ ধরনের পুশ-ইন কার্যক্রম শুধু মানবিক সঙ্কটই নয়, বরং দুই দেশের সম্পর্কে অস্থিতিশীলতা তৈরির শঙ্কাও তৈরি করছে। মানবাধিকারের দৃষ্টিকোণ থেকেও এটি গভীর উদ্বেগের বিষয়।