ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোকশানে ভঙ্গুর কনর্ফুলী ট্যানেল। চট্টগ্রামে সকাল থেকে বৃষ্টি, ভোগান্তিতে জনজীবন। সাত দফা দাবিতে ঢাকা আলিয়া শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের ট্রান্সফরমার ও ট্রাকসহ একজন আটক।   বরিশালের হিজলায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন। পীরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী নিহত।  ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কে পিকআপ ভ্যান দেবে যান চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে। গৌরীপুরে নবযোগদানকৃত ইউএনও’কে জাকের পার্টির ফুলেল শুভেচ্ছা। হরিপুরে সাপে কামড়ে গৃহবধুর মৃত্যু। বদরগঞ্জে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী ঘর ভেঙ্গে দিয়ে জমি দখলের অভিযোগ। 

তানোরে মন্দিরের সম্পত্তি জবর দখলের চেষ্টা

তানোরে মন্দিরের সম্পত্তি জবর দখলের চেষ্টা

দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে : রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা গ্রামে হেন্দু সম্প্রদায়ের  মালশিরা সার্বজনীন কালীমন্দির জবর দখলের চেষ্টা করা হচ্ছে।

মালশিরা গ্রামের মৃত যোগেন্দ্রনাথের পুত্র সন্তোষ কুমার ও মৃত মহেন্দ্রনাথের পুত্র দ্বিজেন বহিরাগতদের নিয়ে মন্দিরের সম্পত্তি জবর দখল করতে নানা অপতৎপরতা শুরু করেছে। এমনকি তারা কালীপূজা আয়োজনে বাধা দিচ্ছে। এঘটনায় স্থানীয় হেন্দু সম্প্রদায়ের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউপির মালশিরা মৌজায় আরএস খতিয়ান নম্বর ২৭৬, আরএস দাগ নম্বর ১৫১৪, পরিমাণ ১২ শতক, শ্রেণী লায়েক পতিত। একই মৌজায় আরএস দাগ নম্বর ১৫১৭, পরিমাণ ১৪ শতক, শ্রেণী দেবস্থান এবং আরএস খতিয়ান ২৭৮,
আরএস দাগ নম্বর ১২০৮, পরিমাণ ২২ শতক, শ্রেণী জনসাধারণের ব্যবহার্য বলে উল্লেখ রয়েছে।

স্থানীয়রা জানান, মালশিরা গ্রামের এসব সম্পত্তির মালশিরা সার্বজনীন কালীমন্দির। মালশিরা গ্রামের হেন্দু সম্প্রদায়ের মানুষ বংশপরম্পরায় এই মন্দিরে কালীপূজা করে আসছেন।

মন্দির দেখভালের দায়িত্বে ছিলেন, সন্তোষ ও দ্বিজেন। তারা প্রায় দু’যুগ ধরে এই মন্দির দেখভাল করে আসছেন।কিন্ত্ত এখন তারা মন্দিরের এসব সম্পত্তি তাদের নিজেদের দাবি করে পূজা-অর্চনায় বাধা প্রদান করছেন।

অথচ এসব সম্পত্তি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে, তার পরেও সম্পত্তি জবর দখলে নানা অপতৎপরতা শুরু করেছেন সন্তোষ ও দ্বিজেন। এনিয়ে এলাকার হেন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে চরম ক্ষোভের সৃস্টি হয়েছে।

মালশিরা সার্বজনীন কালীমন্দির কমিটির সভাপতি অসিত সরকার ও সম্পাদক উজ্জল প্রামানিক বলেন, সন্তোষ ও দ্বিজেন দীর্ঘদিন তাদের মন্দির দেখভালের দায়িত্বে ছিলেন। আর এই সুযোগে তারা জাল কাগজপত্র সৃষ্টি করে মন্দির জবর দখলে মরিয়া হয়ে উঠেছে। তারা গত ২৭মে থেকে মন্দিরে পূজা-অর্চনা চলছে,তারা পূজা-অর্চনায় বাধা দিচ্ছে।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

লোকশানে ভঙ্গুর কনর্ফুলী ট্যানেল।

তানোরে মন্দিরের সম্পত্তি জবর দখলের চেষ্টা

আপডেট সময় ১২:৪১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে : রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা গ্রামে হেন্দু সম্প্রদায়ের  মালশিরা সার্বজনীন কালীমন্দির জবর দখলের চেষ্টা করা হচ্ছে।

মালশিরা গ্রামের মৃত যোগেন্দ্রনাথের পুত্র সন্তোষ কুমার ও মৃত মহেন্দ্রনাথের পুত্র দ্বিজেন বহিরাগতদের নিয়ে মন্দিরের সম্পত্তি জবর দখল করতে নানা অপতৎপরতা শুরু করেছে। এমনকি তারা কালীপূজা আয়োজনে বাধা দিচ্ছে। এঘটনায় স্থানীয় হেন্দু সম্প্রদায়ের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউপির মালশিরা মৌজায় আরএস খতিয়ান নম্বর ২৭৬, আরএস দাগ নম্বর ১৫১৪, পরিমাণ ১২ শতক, শ্রেণী লায়েক পতিত। একই মৌজায় আরএস দাগ নম্বর ১৫১৭, পরিমাণ ১৪ শতক, শ্রেণী দেবস্থান এবং আরএস খতিয়ান ২৭৮,
আরএস দাগ নম্বর ১২০৮, পরিমাণ ২২ শতক, শ্রেণী জনসাধারণের ব্যবহার্য বলে উল্লেখ রয়েছে।

স্থানীয়রা জানান, মালশিরা গ্রামের এসব সম্পত্তির মালশিরা সার্বজনীন কালীমন্দির। মালশিরা গ্রামের হেন্দু সম্প্রদায়ের মানুষ বংশপরম্পরায় এই মন্দিরে কালীপূজা করে আসছেন।

মন্দির দেখভালের দায়িত্বে ছিলেন, সন্তোষ ও দ্বিজেন। তারা প্রায় দু’যুগ ধরে এই মন্দির দেখভাল করে আসছেন।কিন্ত্ত এখন তারা মন্দিরের এসব সম্পত্তি তাদের নিজেদের দাবি করে পূজা-অর্চনায় বাধা প্রদান করছেন।

অথচ এসব সম্পত্তি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে, তার পরেও সম্পত্তি জবর দখলে নানা অপতৎপরতা শুরু করেছেন সন্তোষ ও দ্বিজেন। এনিয়ে এলাকার হেন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে চরম ক্ষোভের সৃস্টি হয়েছে।

মালশিরা সার্বজনীন কালীমন্দির কমিটির সভাপতি অসিত সরকার ও সম্পাদক উজ্জল প্রামানিক বলেন, সন্তোষ ও দ্বিজেন দীর্ঘদিন তাদের মন্দির দেখভালের দায়িত্বে ছিলেন। আর এই সুযোগে তারা জাল কাগজপত্র সৃষ্টি করে মন্দির জবর দখলে মরিয়া হয়ে উঠেছে। তারা গত ২৭মে থেকে মন্দিরে পূজা-অর্চনা চলছে,তারা পূজা-অর্চনায় বাধা দিচ্ছে।