শাহিদুল ইসলাম কয়রা (খুলনা) প্রতিনিধিঃ নিয়মিত কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভুমি অফিস এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। মঙ্গলবার (২৭ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকর, ভুমি অফিসের নাজির মোঃ মোমিনুর রহমান, সার্ভেয়ার হাদিছুর রহমান, ভুমি অফিসের সুজন, উপ-সহকারী ভুমি অফিসার চারু চন্দ মন্ডল প্রমুখ।