ঢাকা , রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হবিগঞ্জে মোহন সিনেমা হলের ভেতর কলেজ ছাত্রীকে ধর্ষণ প্রেমিক আটক 

হবিগঞ্জে মোহন সিনেমা হলের ভেতর কলেজ ছাত্রীকে ধর্ষণ প্রেমিক আটক 

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের হলে সিনেমা দেখানোর প্রলোভন দিয়ে এক কলেজ ছাত্রী (১৭) কে ধর্ষণ করা হয়েছে। সিনেমা হলের ভেতরে ওই ছাত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে ধর্ষকসহ কয়েকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে এনে ভর্তি করে। গতকাল শনিবার (২৪ মে) সকাল ১০টার দিকে হবিগঞ্জ শহরের মোহন সিনেমা হলে এ ঘটনা ঘটে।

এদিকে, হাসপাতালে ভর্তি করে ধর্ষক যুবক পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগ করেন প্রায়ই সিনেমা হলে মোটা অংকের টাকার বিনিময়ে এসব ঘটনা ঘটছে। কিছু ঘটনা অজানা থেকে যাওয়ায় অনেকেই তা জানতে পারছেন না।

জানা যায়, বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের হান্নান মিয়া তালুকদারের পুত্র কাওসার মিয়া (২৫) এর সাথে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের যাত্রাবড়বাড়ি গ্রামের ওই কলেজ ছাত্রীর মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তাদের মাঝে মনদেয়া নেয়া চলে।

এদিকে, কাওসার সৌদি আরব যাবার জন্য কাগজপত্র ঠিক করে ফেলায় গতকাল শনিবার সকাল ১০টায় প্রেমিকা স্মৃতিকে সিনেমা দেখানোর কথা বলে মোহন সিনেমা হলে নিয়ে আসে। দুই তলায় তারা দুইজনেই ছবি দেখে। ছবি চলার ফাঁকে কাওসার স্মৃতিকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে নিয়ে যায় কাওসার। কিন্তু এখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেটে প্রেরণ করা হয়।

অবস্থা বেগতিক দেখে কাওসার পালিয়ে যাবার চেষ্টা করলে লোক জন তাকে আটক করে পুলিশে দেয়। খবর পেয়ে সদর থানার এসআই ওয়াহেদ গাজি কাওসারকে থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে জানায় তার সাথে প্রেমের সম্পর্ক আছে। বিদেশ থেকে আসার পর তাকে বিয়ে করার কথা ছিল। দুই জনের সম্মতিতেই সিনেমা হলের ভেতর শারীরিক সম্পর্ক হয়। কিন্তু সে জ্ঞান হারিয়ে ফেললে হাসপাতালে নিয়ে যায় সে। যদি বিয়ে দেয়া হয় তাতে কাওছারের আপত্তি নেই।

এ বিষয়ে সদর থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন জানান, ধর্ষককে আটক করা হয়েছে।

 

 

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় ভূমি মেলার উদ্বোধন

হবিগঞ্জে মোহন সিনেমা হলের ভেতর কলেজ ছাত্রীকে ধর্ষণ প্রেমিক আটক 

আপডেট সময় ০৫:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের হলে সিনেমা দেখানোর প্রলোভন দিয়ে এক কলেজ ছাত্রী (১৭) কে ধর্ষণ করা হয়েছে। সিনেমা হলের ভেতরে ওই ছাত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে ধর্ষকসহ কয়েকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে এনে ভর্তি করে। গতকাল শনিবার (২৪ মে) সকাল ১০টার দিকে হবিগঞ্জ শহরের মোহন সিনেমা হলে এ ঘটনা ঘটে।

এদিকে, হাসপাতালে ভর্তি করে ধর্ষক যুবক পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগ করেন প্রায়ই সিনেমা হলে মোটা অংকের টাকার বিনিময়ে এসব ঘটনা ঘটছে। কিছু ঘটনা অজানা থেকে যাওয়ায় অনেকেই তা জানতে পারছেন না।

জানা যায়, বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের হান্নান মিয়া তালুকদারের পুত্র কাওসার মিয়া (২৫) এর সাথে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের যাত্রাবড়বাড়ি গ্রামের ওই কলেজ ছাত্রীর মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তাদের মাঝে মনদেয়া নেয়া চলে।

এদিকে, কাওসার সৌদি আরব যাবার জন্য কাগজপত্র ঠিক করে ফেলায় গতকাল শনিবার সকাল ১০টায় প্রেমিকা স্মৃতিকে সিনেমা দেখানোর কথা বলে মোহন সিনেমা হলে নিয়ে আসে। দুই তলায় তারা দুইজনেই ছবি দেখে। ছবি চলার ফাঁকে কাওসার স্মৃতিকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে নিয়ে যায় কাওসার। কিন্তু এখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেটে প্রেরণ করা হয়।

অবস্থা বেগতিক দেখে কাওসার পালিয়ে যাবার চেষ্টা করলে লোক জন তাকে আটক করে পুলিশে দেয়। খবর পেয়ে সদর থানার এসআই ওয়াহেদ গাজি কাওসারকে থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে জানায় তার সাথে প্রেমের সম্পর্ক আছে। বিদেশ থেকে আসার পর তাকে বিয়ে করার কথা ছিল। দুই জনের সম্মতিতেই সিনেমা হলের ভেতর শারীরিক সম্পর্ক হয়। কিন্তু সে জ্ঞান হারিয়ে ফেললে হাসপাতালে নিয়ে যায় সে। যদি বিয়ে দেয়া হয় তাতে কাওছারের আপত্তি নেই।

এ বিষয়ে সদর থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন জানান, ধর্ষককে আটক করা হয়েছে।