ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য সালাউদ্দিনসহ ০২ সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। শিক্ষক ও ছাত্রীকে সাময়িক বহিষ্কার  চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নারীসহ ৫ মাদকসেবী কে সাজা দেওয়া হয়। বাকৃবিতে নির্বাচন ছাড়াই ভেটেরিনারি ছাত্র সমিতি গঠন, শিক্ষার্থীদের ক্ষোভ বৈষম্য নিরসনে এমপিও‌ ভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিন -প্রভাষক ওমর ফারুক  গৌরনদীতে ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লার বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা সাংবাদিক ফরিদ উদ্দিন চৌধুরী’র মৃত্যুতে প্রেসক্লাবের আয়োজনে দোয়া মিলাদ ১৪০০ পিস ইয়াবা সহ নারী ব্যবসায়ী গ্রেফতার ত্রিশালে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি, বিপাকে শিক্ষার্থীরা শেরপুরের ৫০ পিস ইয়াবাসহ আটক ১

পীরগঞ্জে আরও একটি বিনোদন পার্ক যার নামকরণ হলো তাজ ইকোভেঞ্চার।

পীরগঞ্জে আরও একটি বিনোদন পার্ক যার নামকরণ হলো তাজ ইকোভেঞ্চার।

মোস্তফা মিয়া পীরগঞ্জ রংপুরঃ রংপুরের পীরগঞ্জে ৮ নং রায়পুর ইউনিয়নে প্রাকৃতিক পরিবেশে আরও একটি নতুন বিনোদন কেন্দ্র ”তাজ ইকোভেঞ্চার’ গড়ে উঠেছে। উপজেলার রায়পুর ইউনিয়নের তাজপুর গ্রামে প্রায় ১০ একর জমির উপর গড়ে তোলা হয়েছে বিনোদন পার্কটি। এর আগে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া নামকস্থানে “আনন্দ নগর” নামেও একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে ভ্রমণ ও বিনোদন পিপাসুদের জন্য তাজ ইকোভেঞ্চার এর যাত্রা শুরু হয়েছে। এটি ব্যক্তি উদ্যোগে পীরগঞ্জে দ্বিতীয় বিনোদন কেন্দ্র। তাজইকো ভেঞ্চারে পুকুর জলাশয় বেশি। পানি ও পরিবেশ কে কাজে লাগিয়ে মানুষের জন্য বিনোদন কেন্দ্রটি সক্রিয় ভুমিকা রাখছে।
বিনোদন কেন্দ্রটিতে দুর দুরান্ত থেকে আসতে হলে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ডে নামতে হবে। তারপর অটো, সিএনজি বা রিকশাযোগে খালাশপীর সড়ক ধরে প্রায় ২ কিলোমিটার এসে ধনশালা চৌরাহাট নামকস্থানে এসে আবার দক্ষিণে তাজপুরগামী সড়কে ১ কিলোমিটার গেলেই প্রধান সড়কের পাশেই কাংখিত বিনোদন কেন্দ্রটি চোখে পড়বে। তাজপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মমদেল হোসেনের তিন ছেলের উদ্যোগে “তাজ ইকোভেন্চার” প্রতিষ্ঠা করা হয়। বড় ছেলে এআরএম মোস্তাফিজার রহমান মামুন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর।

তিনি বলেন, আমাদের গ্রামের নামকে স্মরণে রাখতে এবং এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিনোদন কেন্দ্রটি করা হয়েছে। বিনোদন কেন্দ্রটি যেনো পীরগঞ্জ সহ সারা দেশে সুপরিচিত হয় এবং এটি যেন সফলভাবে চলে, সেজন্য সকলের দোয়া, আশীর্বাদ চাই। তার মেঝ ভাই মতলুবর রহমান বাদল পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা।

তিনি বলেন, কর্ম ব্যস্ত মানুষের বিনোদনের জন্য তাজ ইকোভেঞ্চার করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য রক্ষায় বিনোদন কেন্দ্রের কাজ চলমান রয়েছে। এখানে নির্মল বিনোদনের জন্য বিভিন্ন ইভেন্টও আনা হবে। সেইসাথে কমিউনিটি সেন্টার, আবাসি হোটেল, সুইমিং পুল, ঝর্না করারও আমাদের পরিকল্পনায় রয়েছে।


তাজ ইকোভেঞ্চার এর সফলতা কামনা করে ধনশালা গ্রামের শিক্ষক গোলাম ফারুক নান্নু, পীরগঞ্জ সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের প্রভাষক প্রকাশ চন্দ্র জানান, দেশ-বিদেশে তাজ ইকোভেঞ্চারের মাধ্যমে পীরগঞ্জের ভাবমূর্তি আরও উজ্জ্বল হোক। এই কামনা করছি। সর্বোপরি পীরগঞ্জের উন্নয়ন হোক এটাই আমরা চাই। সেইসাথে তাজ ইকোভেঞ্চারটি একটি আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগকে সাধুবাদ জানাই ।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য সালাউদ্দিনসহ ০২ সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

পীরগঞ্জে আরও একটি বিনোদন পার্ক যার নামকরণ হলো তাজ ইকোভেঞ্চার।

আপডেট সময় ০৫:২৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
মোস্তফা মিয়া পীরগঞ্জ রংপুরঃ রংপুরের পীরগঞ্জে ৮ নং রায়পুর ইউনিয়নে প্রাকৃতিক পরিবেশে আরও একটি নতুন বিনোদন কেন্দ্র ”তাজ ইকোভেঞ্চার’ গড়ে উঠেছে। উপজেলার রায়পুর ইউনিয়নের তাজপুর গ্রামে প্রায় ১০ একর জমির উপর গড়ে তোলা হয়েছে বিনোদন পার্কটি। এর আগে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া নামকস্থানে “আনন্দ নগর” নামেও একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে ভ্রমণ ও বিনোদন পিপাসুদের জন্য তাজ ইকোভেঞ্চার এর যাত্রা শুরু হয়েছে। এটি ব্যক্তি উদ্যোগে পীরগঞ্জে দ্বিতীয় বিনোদন কেন্দ্র। তাজইকো ভেঞ্চারে পুকুর জলাশয় বেশি। পানি ও পরিবেশ কে কাজে লাগিয়ে মানুষের জন্য বিনোদন কেন্দ্রটি সক্রিয় ভুমিকা রাখছে।
বিনোদন কেন্দ্রটিতে দুর দুরান্ত থেকে আসতে হলে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ডে নামতে হবে। তারপর অটো, সিএনজি বা রিকশাযোগে খালাশপীর সড়ক ধরে প্রায় ২ কিলোমিটার এসে ধনশালা চৌরাহাট নামকস্থানে এসে আবার দক্ষিণে তাজপুরগামী সড়কে ১ কিলোমিটার গেলেই প্রধান সড়কের পাশেই কাংখিত বিনোদন কেন্দ্রটি চোখে পড়বে। তাজপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মমদেল হোসেনের তিন ছেলের উদ্যোগে “তাজ ইকোভেন্চার” প্রতিষ্ঠা করা হয়। বড় ছেলে এআরএম মোস্তাফিজার রহমান মামুন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর।

তিনি বলেন, আমাদের গ্রামের নামকে স্মরণে রাখতে এবং এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিনোদন কেন্দ্রটি করা হয়েছে। বিনোদন কেন্দ্রটি যেনো পীরগঞ্জ সহ সারা দেশে সুপরিচিত হয় এবং এটি যেন সফলভাবে চলে, সেজন্য সকলের দোয়া, আশীর্বাদ চাই। তার মেঝ ভাই মতলুবর রহমান বাদল পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা।

তিনি বলেন, কর্ম ব্যস্ত মানুষের বিনোদনের জন্য তাজ ইকোভেঞ্চার করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য রক্ষায় বিনোদন কেন্দ্রের কাজ চলমান রয়েছে। এখানে নির্মল বিনোদনের জন্য বিভিন্ন ইভেন্টও আনা হবে। সেইসাথে কমিউনিটি সেন্টার, আবাসি হোটেল, সুইমিং পুল, ঝর্না করারও আমাদের পরিকল্পনায় রয়েছে।


তাজ ইকোভেঞ্চার এর সফলতা কামনা করে ধনশালা গ্রামের শিক্ষক গোলাম ফারুক নান্নু, পীরগঞ্জ সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের প্রভাষক প্রকাশ চন্দ্র জানান, দেশ-বিদেশে তাজ ইকোভেঞ্চারের মাধ্যমে পীরগঞ্জের ভাবমূর্তি আরও উজ্জ্বল হোক। এই কামনা করছি। সর্বোপরি পীরগঞ্জের উন্নয়ন হোক এটাই আমরা চাই। সেইসাথে তাজ ইকোভেঞ্চারটি একটি আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগকে সাধুবাদ জানাই ।