মোঃ মিনহাজুল ইসলাম সুজন বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জের কারখানা নদীর ডিসি রোড খেয়াঘাটে ফেরির দাবীতে সহস্রাধিক মানুষ মানববন্ধন করেছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ১১ টায় উপজেলার ফরিদপুর ইউনিয়নের ডিসি রোড এলাকায় এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর, দূর্গাপাশা, কবাই, দুধল ইউনিয়ন ও বাউফল উপজেলার কালিশুরি, ধুলিয়া,কাচিপারা, কেশবপুর, সূর্যমনি, ঘড়ীপাশা,তালতলী ইউনিয়নের সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।
এ সময় মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, বাকেরগঞ্জ ও বাউফলের প্রায় সারে ৮ লক্ষ মানুষের প্রাণের দাবি ডিসি রোড খেয়াঘাট এলাকার কারখানা নদীতে ফেরির ব্যবস্থা করা। খরস্রোতা এই নদীতে প্রতি বছরই দূর্ঘটনার ঘটনা ঘটে। ইতিপূর্বে একাধিক বার দূর্ঘটনার কারণে বহু হতাহতের ঘটনাও ঘটেছে। এছাড়া বরিশালের সাথে বাউফলের ৬ টি ও বাকেরগঞ্জের ২ টি ইউনিয়নের যোগাযোগের অন্যতম মাধ্যম এই ডিসি রোড খেয়াঘাট।
বক্তারা আরও বলেন, বর্তমানে অসুস্থ রোগীদের জরুরী চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যেতে হলে এম্বুলেন্স বা গাড়িতে বাউফল ঘুরে প্রায় ৫০ কিলোমিটার অতিরিক্ত রাস্তা পার হতে হয়। এখানে ফেরির ব্যবস্থা করা হলে বরিশাল থেকে সরাসরি কালিশুরি পর্যন্ত যানবাহন চলাচল করতে পারবে। এর মাধ্যমে মানুষ নিরাপদে বরিশালে চিকিৎসা, ব্যবসা সহ বিভিন্ন কাজে যাতায়াত করতে পারবে। এছাড়া এ অঞ্চলের হাজার হাজার শিক্ষার্থীরা খুব সহজে বরিশাল ও বাকেরগঞ্জে যেতে পারবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ডিসি রোডে কারখানা নদীতে ফেরির দাবীতে আন্দোলনের আহবায়ক আব্দুল কাইয়ুম খান, সদস্য মীর মনিরুল ইসলাম, কবিরুল ইসলাম সন্যামত, কাকরধা হেলাল উদ্দিন কলেজের অধ্যক্ষ মো: নূর দারাজ, রোকন উদ্দিন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার ত্বহা, কাকরধা এ কে এম ইনিস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক মো: আবুল বাশার, ইশাপুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান খান বাচ্চু, সমাজসেবক জে এম আবদুল লতিফ, প্রভাষক এইচ এম জামান হোসেন, প্রভাষক মজিবুর রহমান চাপরাশি, সমাজসেবক টিটু মল্লিক, সজিব মোল্লা, মুশফিকুর রহমান, রিপন মৃধা, আল আমিন হাওলাদার, জসিম খান, রাজিব মোল্লা, ইলিয়াস গাজী, সাব্বির মৃধা, শহিদুল ইসলাম, আশিকুর রহমান প্রমুখ।