নিজস্ব প্রতিবেদক : র্যাব-১৩ এর অভিযানে রংপুর জেলার বদরগঞ্জ থানার হত্যা মামলার ১ জন আসামী গ্রেফতার।
‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্র বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, ধর্ষণ, অপহরণ এবং মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, গত ২৮/১০/২০২৪ তারিখ দুপুর ০৩:০০ ঘটিকায় ভিকটিম মোজাহার আলী ঘুরতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বের হয়ে যায়। পরের দিন অনুমান বিকাল ০৫:০০ ঘটিকায় ভিকটিমের পরিবার জানতে পারে যে, ভিকটিমের লাশ বদরগঞ্জ থানা এলাকায় পাওয়া গিয়েছে। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-০৮/১০৪, তাং-০৯/০৫/২০২৫, ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল কর্তৃক ইং ১৯ মে ২০২৫ তারিখ ১৫.১০ ঘটিকায় হত্যা মামলার পলাতক আসামী মোঃ আবু তাহের (৩৫), পিতা-মোঃ আঃ করিম, সাং-আমরুলবাড়ী হাটখোলাপাড়া, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর’কে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ঘাঘট সেনা প্রয়াস পার্ক মোড় থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।