রবিবার (১১ মে) বিকেলে বেলকুচি সরকারী ডিগ্রী কলেজ অডিটরিয়ামে আয়োজিত, কুরআন দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন,
বেলকুচি উপজেলা শিবির সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু। উপজেলা শিবির সেক্রেটারি আরিয়ান ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায়প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা শিবির সেক্রেটারি আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল।
আলোচনা সভায় অন্যান্যোর মাঝে আরো বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওঃ মাহবুবুর রশিদ শামীম, ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার প্রকাশনা সম্পাদক এরশাদ আলী, শিবির নেতা কাওসার আহমদ ও হাফেজ আহমদ আলী প্রমূখ।
অতিথি নেতৃবৃন্দ উপস্থিত ছাত্রদের সুন্দর জীবন গঠনে নিয়মিত কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য ও পাঠ্যপুস্তুক অধ্যয়নের পরামর্শ দিয়ে একটি সুন্দর সমাজ ও দেশ গড়তে সকলকে ছাত্রশিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।