মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাওলানা রইস উদ্দিনের নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ এপ্রিল (বুধবার) বিকেলে ব্রাহ্মণপাড়া সিএনজি স্টেশনের সামনে (কুমিল্লা – মিরপুর) মহাসড়কে সর্বস্তরের সুন্নি জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা জেলা বাংলাদেশ ইসলামী যুব সেনার সহ সভাপতি মাওলানা মোবারক হোসেন।
মানববন্ধনে বক্তারা, মাওলানা রইস উদ্দিন এর হত্যার যেন দ্রুত বিচার হয় এর প্রতিবাদে বক্তব্য ও বিভিন্ন স্লোগান দেন। এ সময় উপস্থিত ছিলেন, আহলে সুন্নাতুল জামায়াত এর সাবেক সভাপতি হাজী গোলাম মোস্তফা, বর্তমান সভাপতি অলিউল্লাহ ফয়েজী, সাবেক সভাপতি মাওলানা আব্দুল মুবিন আখন্দ।
উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন মাস্টার, মাওলানা জাকির হোসেন, ইমরান হোসেন ফারুকী, হাফেজ খাইরুল বাশার, কারী আকমালুন, মাওলানা সালাউদ্দিন মামুন ফারুকী, আইয়ুব খান পাঠান, জামাল হোসেন রিজবি, আরাফাত হোসেন জিহাদী, মাওলানা জাকির হোসেন, মাওলানা রফিকুল ইসলাম রেজভী, হাফেজ আজহারুল ইসলাম, আহলে সুন্নাতুল জামায়াত ইসলামী ফন্ট, তালিমে ছাত্র হেবজুল্লাহ, তোফা ফাউন্ডেশনসহ এলাকার সর্বস্তরের জনগণ।