মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহীর দূর্গাপুরে অগ্নেয় অস্ত্র-সহ মোঃ শরীফ আলী (২৫), নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দূর্গাপুর থানাধীন পালি বাজার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার যুবক মোঃ শরীফ আলী (২৫), সে রাজশাহীর পুঠিয়া থানার রাজবাড়ী গ্রামের মোঃ হেকমত আলীর ছেলে। বুধবার বিকাল ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি জানতে পারেন, রাজশাহীর বাঘা থানার দুর্গম চর থেকে এক যুবক সিএনজি যোগে আগ্নেয় অস্ত্র নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দুর্গাপুর থানাধীন পালি বাজার গ্রামে অবস্থায় নেয়। পরে বর্ণীত সিএনজি নিকটে আসলে তাকে সংকেত দিয়ে থামানোর চেষ্টাকালে সিএনজি থেকে লাফ দিয়ে এক যুবক দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের এসআই মোঃ মাহাবুব আলম ও সঙ্গীয় ফোর্স।
ওই সময় গ্রেফতার মোঃ শরীফ আলীর দেহ তল্লাশি করে তার কোমরে কস্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যপারে গ্রেফতার শরীফ আলীর বিরুদ্ধে দুর্গাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।