জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে মিছিলে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিনাঞ্চল) ও নোয়াখালী অঞ্চলের প্রধান মুনতাসির মাহমুদ।
এসময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তুহিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, সুজা উদ্দিন সজিব, এ্যাডভোকেট মনসুর আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের, সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম, আব্দুল আজিজ ও জাতীয় নাগরিক পার্টির সংগঠক আব্দুল কাদেরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মুনতাসির মাহমুদ বিএনপি এবং জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, আমরা বিএনপির ডাকে এবং খালেদা জিয়ার মুক্তির জন্যও রাজপথে নেমেছিলাম। আল্লামা সাঈদীর জন্যেও নেমেছিলাম। বিএনপি-জামাত বা অন্য কেউ যাতে এখন ভারতীয় আগ্রাসনের পক্ষে কথা না বলে, ছাত্র-জনতার রক্তের সাথে বেঈমানি না করে।
কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত বলেন, ফেনীর মহিপালে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। বিশেষ করে নিজাম হাজারী সহ যারা মহিপালে ছাত্র হত্যায় জড়িত তাদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় ততদিন আমরা রাজপথ থেকে সরে যাবো না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।