শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুরণী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক টেক্সটাইল ইঞ্জিনিয়ার। শনিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
আহত ইঞ্জিনিয়ারের নাম মো. মইন। তিনি গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে অফিস শেষে সুজুকি জিগজাগ হোন্ডা মোটরসাইকেলযোগে মির্জাপুরের পাকুল্লায় নিজ বাসায় ফিরছিলেন। পথে কুরণী এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাকে অনুসরণ করতে থাকে।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, অনুসরণকারীদের সন্দেহ হলে মইন গাড়ির গতি বাড়ান। তবে সামনে একটি ট্রাক থাকায় তাকে বাধ্য হয়ে গতি কমাতে হয়। এই সুযোগে ছিনতাইকারীরা চলন্ত অবস্থায় মইনের হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় হোন্ডা থামালে ছিনতাইকারীরা মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। মানিব্যাগে তার অফিসিয়াল পরিচয়পত্রও ছিল।
পরে রক্তাক্ত অবস্থায় মইন একটি ট্রাককে সিগন্যাল দিয়ে জামুর্কী সরকারি স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছান এবং সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। তার হাতে ও পায়ে দুটি করে মোট চারটি সেলাই দিতে হয়।
এ ঘটনায় আহত মইনের মামা, জাতীয় পত্রিকার কালিহাতী প্রতিনিধি সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়ার মাধ্যমে মির্জাপুর থানাকে অবহিত করেন। তিনি নিজেও মির্জাপুর থানার ওসির সঙ্গে কথা বলেন। পরে ওসির নির্দেশে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে আহত মইনের সঙ্গে কথা বলেন ও ঘটনাটি তদন্ত শুরু করেন।
আশঙ্কাজনক অবস্থা কেটে গেলেও মইন এখনও মানসিকভাবে আতঙ্কিত রয়েছেন। এলাকাবাসী দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।