নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের বন্দরে ভুয়া ডিবি পরিচয়ে’’ নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ডাকাতির ঘটনায় ০১ জন ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১১।
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী এ অভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৪৩ জন, হত্যা মামলায় ৬৩ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ০৬ জন গ্রেফতারসহ ৭৭টি অস্ত্র, ১২৬৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২০৬ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ৩৫ জন অপহরণকারী গ্রেফতারসহ ২৩ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৩৩ জন, জেল পলাতক ৩২ জনসহ অনান্য অপরাধী প্রায় ১৬৪ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম আর্জন করতে সক্ষম হয়েছে।
গত ১৬ জানুয়ারি ২০২৫ তারিখ নারায়ণগঞ্জ জেলার বন্দরে নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে একটি ডাকাতির ঘটনা ঘটে। পরবর্তীতে উক্ত ঘটনায় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মোঃ আব্দুল মোমেন সরকার বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করে, যার এফআইআর নং-২৩, তারিখ- ১৮ জানুয়ারি ২০২৫; ধারা- ১৭১/৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০। উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদেরকে দ্রত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
প্রাথমিক অনুসন্ধান ও এজাহার পর্যালোচনা করে জানা যায় যে, নারায়ণগঞ্জ জেলার বন্দরে নবীগঞ্জ জোনাল অফিসের আওতায় পদুঘর ইনডোর বৈদ্যুতিক সাব স্টেশন এ গত ১৬-০১-২০২৫ খ্রিঃ তারিখে দিবাগত রাত আনুিমানিক ১.০০ ঘটিকা থেকে ২.০০ ঘটিকার মধ্যে ১২/১৩ জনের একদল অজ্ঞাতনামা ডাকাতদল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হানা দেয়। ডাকাতদল গেট টপকে ভিতরে প্রবেশ করে এবং কর্তব্যরত নিরাপত্তা প্রহরী জনাব মোঃ ফারুক হোসেন, লাইনম্যান গ্রেড-১ জনাব ফকির তারিকুজ্জামান ও সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার জনাব মোঃ আজিজুল হক কে গামছা/রশি দিয়ে হাত পা বেধে ফেলে এবং জিম্মি করে। আগত ডাকাতদলের কয়েকজনের শরীরে ডিবি লিখিত পোষাক পরিহিত ছিল। তাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং মেইন গেটের ০২টি ও স্টোর রুমের ০১টি তালা কেটে ফেলে। অতঃপর তারা উক্ত সাব স্টেশনে রক্ষিত বিভিন্ন সাইজের বৈদ্যুতিক ট্রান্সফরমার, সিসি টিভি ও কম্পিউটার এক্সসরিজ ডাকাতি করে পালিয়ে যায়। সিসিটিভি এবং কম্পিউটার ভাংচুর করে হার্ড ডিস্ক তারা নিয়ে যায়।
উক্ত ডাকাতির ফলে অত্র অফিসের ১৫,৮৫,৫৯৪/- (পনের লাখ পঁচাশি হাজার পাঁচশত চুরানব্বই) টাকা ক্ষতি সাধিত হয়। বর্ণিত ক্ষতিগ্রস্থ মালামাল সরকারি সম্পদ হওয়ায় ১৫,৮৫,৫৯৪/- (পনের লাখ পঁচাশি হাজার পাঁচশত চুরানব্বই) টাকা। ঘটনার পর কর্তৃপক্ষ বাদী হয়ে নারায়ণগঞ্জের বন্দর থানায় অজ্ঞাতনামা ১২/১৩ জন আসামির বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। উক্ত মামলা রুজুর পর র্যাব-১১ অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের নেতা মোঃ রুবেল মিয়া (৩৫), পিতা মোঃ আদম আলী, সাং- বিরিকান্দি (পশ্চিম পাড়া), থানা- মাধবদী, জেলা- নরসিংদী’কে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর অভিযানে ইং ১৮/০৪/২০২৫ তারিখ, রাত ১২:৩০ ঘটিকার সময় নরসিংদী জেলার মাধবদী থানাধীন বিবিরকান্দি (পশ্চিমপাড়া) এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।