নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে অবৈধ মাদকদ্রব্য ৩৭৩ বোতল ফেন্সিডিলের একটি বিশাল চালান উদ্ধার করেছে র্যাব-১৩
‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ এপ্রিল ২০২৫ তারিখ সময় বিকাল ১৫.২৫ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৯নং আস্করপুর ইউপির নাড়ুহার পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক মোঃ সাজু মিয়া এর বসতবাড়ির শয়ন কক্ষের চৌকির নিচ হইতে অভিযান পরিচালনা করে দুইটি চটের বস্তার মধ্যে হতে মোট ৩৭৩ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের একটি বিশাল চালান উদ্ধার করতে সক্ষম হয়।
এসময়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী মোঃ সাজু মিয়া (২২), পিতা- মোঃ খাদেমুল, সাং- নাড়ুহার পশ্চিমপাড়া, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর কৌশলে পালিয়ে যায়।
এসময়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী মোঃ সাজু মিয়া (২২), পিতা- মোঃ খাদেমুল, সাং- নাড়ুহার পশ্চিমপাড়া, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর কৌশলে পালিয়ে যায়।
পরবর্তী কার্যক্রমের জন্য উদ্ধারকৃত মালামাল সমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর সহ পলাতক আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।