মামুন জমাদার, হিজলা : বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার লতা নদী ও হিজলা উপজেলার মেঘনা নদীতে মৎস্য ও হিজলা কোস্ট গার্ড এবং নৌ পুলিশ এর নিয়মিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ জাল ও চর ঘেরা জালের খুঁটি জব্দ করা হয়েছে।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১২০ টি চর ঘেরা জাল ও ১৬০০ টি চর ঘেরা জালের খুঁটি, ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি কোনা জাল জব্দ করা হয়েছে।
যৌথভাবে অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার (হিজলা) মোঃ হুসনুর জামান সালামী ও নৌ পুলিশ (হিজলা) এর সাব ইন্সপেক্টর মোঃ রমজান গাজী।
অভিযান শেষে জাল ও খুটি পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।