সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা-
নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে নাক ও মুখ দিয়ে রক্তপাত হয়ে ইব্রাহিম হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার (১৬ এপ্রিল) বেলা দেড়টার সময় উপজেলার পলাশতলী ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই এলাকার মৃত আব্দুল মোতালিব এর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির শুরু হওয়ার আগে ইব্রাহিম ফসলী মাঠ থেকে ধান কাটতে যায়। ধান কাটার সময় বৃষ্টি আসে এবং বজ্রপাত ঘটে। বজ্রপাতের শব্দে ইব্রাহিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। বজ্রপাতে নিহত ইব্রাহিমের নাক এবং মুখ দিয়ে রক্তপাত হয়েছে।
নিহতের চাচাতো ভাই শাহিন মুঠোফোনে বলেন, দুপুরে বৃষ্টির সময় ইব্রাহিম ধান কাটতে গিয়েছিলো। তখন বিকট শব্দে বজ্রপাত হলে ইব্রাহিম অচেতন হয়ে পড়ে। দ্রæত তাকে আমরা হাসপাতাল নিয়ে যাই।
পরে সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে জানান। তার মরদেহ বাড়িতে এনে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।