মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় প্রচণ্ড গরমে মধ্যে স্বস্তির বৃষ্টি হলেও ভোগান্তি ও জনদুর্ভোগ পোহাতে হয়েছে বিভিন্ন যাত্রী ও জনসাধারণের।
দীর্ঘ অনেক মাস বৃষ্টি না হওয়ায় এবং গত কিছু দিনের প্রচণ্ড গরমের মধ্যে গতকাল ১৬ এপ্রিল (বুধবার) বিকেলে বৃষ্টিতে মানুষের মধ্যে প্রাণের সঞ্চার ফিরেছে। কিন্তু হঠাৎ করে এই বৃষ্টির ফলে যাত্রী, স্কুল, কলেজের শিক্ষার্থী ও অফিস থেকে বাড়ী ফেরা সাধারণ মানুষ বিপাকে পড়েছে।
বৃষ্টির ফলে ভাঙ্গাচুরা সড়কের ছোট বড় গর্তে পানি জমে থানাখন্দের সৃষ্টি হয়েছে। এছাড়া ব্রাহ্মণপাড়া বিভিন্ন সড়কের পাশে পানি নিষ্কাশনের জন্য নালা বা ড্রেনেস ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জমে যায় পানি। এতে কোথাও কোথাও জলাবদ্ধতা ও নোংরা কাঁদায় একাকার হয়ে আছে।
সরেজমিনে দেখা যায়, গতকাল বিকেলে হঠাৎ টানা বৃষ্টিতে ব্রাহ্মণপাড়া বাজার থেকে থানা সড়কটি খানাখন্দ এবং জলাবদ্ধতায় পরিণত হয়েছে। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। এছাড়া কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়া আসা যাওয়ার একমাত্র সড়কটি গত বছরের ভয়াবহ বন্যার পর থেকে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে আছে।
আর এখন বৃষ্টিতে মরণ ফাঁদে পরিণত হয়েছে। মানুষ প্রয়োজনে এই সড়কে আসা-যাওয়া করলেও প্রায়ই বিভিন্ন দুর্ঘটনার স্বীকার হচ্ছে যাত্রীরা।
ব্রাহ্মণপাড়া- কুমিল্লার সিএনজি চালক জয়নাল মিয়া বলেন, জলাবদ্ধতার কারণে রাস্তার পরিস্থিতি খুবই বাজে। কিন্তু কি করবো, কুমিল্লায় বাসা শঙ্কানিয়ে হলেও যেতে হবে।
সিএনজি চালক মিরাজ ও কালাম বলেন,
রাস্তা ভাঙ্গাচুরার কারণেই এমনিতেই সংখ্যায় থাকি আর আজ বিকেলে বৃষ্টি হওয়াতে আরো দুর্ভোগ পড়তে হবে, না জানি ইঞ্জিনে পানি ঢোকে ইঞ্জিন অচল হয়ে যায়। সড়কটির সমস্যা সমাধান করে যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়া জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন এলাকাবাসী।