উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।
কচুয়া উপজেলা ছাত্রদলের আয়োজনে ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
১৫ এপ্রিল সকাল ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত ব্যবসায়ীদের মাঝে সচেতনতার অংশ হিসেবে কচুয়া বাজারের সকল ব্যবসায়ীদের মাঝে ইসরাইলি পণ্যের তালিকা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেট এর মাধ্যমে ইসরাইলি পণ্যের পাশাপাশি বিকল্প পণ্যের তালিকা যুক্ত করা হয়।
এ সময় ছাত্রদল নেতারা ব্যবসায়ীদের ইসরায়েলি পণ্য ক্রয় বিক্রয়ে নিরুৎসাহিত করেন। লিফলেট বিতরণ কার্যক্রম অংশগ্রহণ করেন, বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক উজ্জ্বল দাস, কচুয়া উপজেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মো: জামাল হোসেন, ছাত্র দল নেতা জাকির হোসেন রাজু, কচুয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক আহবায়ক মোঃ খান হিমেল, ছাত্রদল নেতা ওমর শেখ, শেখ সেলিম, তামিম শেখ, সেলিম রেজা প্রমুখ।